Iman: প্রকাশ্যেই বললেন, ‘ কী বা আর দিয়েছি আমি ওকে’- হঠাৎ দেনাপাওনার কথা কেন?

Iman: কয়েকদিন আগেও ইমন বলেছিলেন, ‘আমি জীবনে বহু মানুষের সঙ্গে সম্পর্কে গিয়ে প্রচুর ঠকেছি জানেন তো। হয়ত সে তার দিক থেকে ভীষণ ভালো, আমিও আমার…

Iman

Iman: কয়েকদিন আগেও ইমন বলেছিলেন, ‘আমি জীবনে বহু মানুষের সঙ্গে সম্পর্কে গিয়ে প্রচুর ঠকেছি জানেন তো। হয়ত সে তার দিক থেকে ভীষণ ভালো, আমিও আমার দিক থেকে ভালো। তবে বুঝেছি এই তালাটা, এই চাবিটার জন্য নয়। এই তালাটা এই চাবিটার জন্য। আমার জন্য নীলাঞ্জনকেই বানিয়েছে। এটা উপর থেকে হয়ে এসেছে।’ স্বামী নীলাঞ্জনকে পেয়ে তাই নিজেকে ধন্য মনে করেন ইমন চক্রবর্তী। একগুচ্ছ প্রেমেও ঠকে যাওয়া মন ভেঙে এক কোণে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতটা ধরেছিলেন নীলাঞ্জনই। এত মাখো মাখো দাম্পত্য জীবনের গল্পে হঠাৎ দেনাপাওনার কথা টানলেন ইমন। কেন?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইমন লিখেছেন, ‘২ ফেব্রুয়ারি, আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে ভীষণভাবে লিগামেন্টে চোট পাই। তার আগে কখনও এমন হয়নি। হাঁটা তো দূরের কথা, আমি বসেও থাকতে পারছিলাম না। এই লোকটা দিনরাত এক করে পায়ের খেয়াল রেখেছে। নিজের কাজ বন্ধ করে দিয়ে সারাদিন, রাত পায়ে বরফ দিয়ে, ওষুধ লাগিয়ে, ব্যান্ডেজ করে আমায় দাঁড় করিয়েছে। কী বা আর দিয়েছি আমি ওকে। কিচ্ছু না। এত যত্ন তো বাবা-মা ছাড়া কেউ করেনি। হ্যাঁ, মাসিমণি করেছে। আর হ্যাঁ, বাবাই করেছে মাকে। আমি জগন্নাথের কাছে আর কী বা চাইতে পারি। ছবিটা সুন্দর, খুব সুন্দর। বসন্ত উৎসবের দিন সকালের ছবি এটা।’

এককথায় বলতে গেলে এদিন স্বামীকে কৃতজ্ঞতা ভালোবাসায় ভরিয়ে তুলেছিলেন ইমন। আসলে প্রত্যেক বছরের মতো এ বছরও জন্মস্থান হাওড়া-লিলুয়াতেই বসন্ত উৎসব পালন করেছেন ইমন। তখন পায়ের অবস্থা ঠিক না থাকলেও সেই দিকটা খেয়াল রেখেছিলেন তাঁর স্বামী নীলাঞ্জন। এত ব্যস্ততার মাঝেও ইমনের প্রতি তাঁর এই যত্নশীল মনোভাবে মুগ্ধ গায়িকা।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)