মহাকুম্ভে ইমনের মধুর সুরে ভাসলেন তীর্থযাত্রীরা

প্রতি ১২ বছর পর ভারতের প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় এক বিশাল আধ্যাত্মিক মহোৎসব, যাকে কুম্ভমেলা বলা হয়। এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম ধর্মীয় সভা যেখানে লক্ষ লক্ষ…

iman-chakraborty-shares-glimpses-of-her-performance-at-mahakumbh-2025

প্রতি ১২ বছর পর ভারতের প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় এক বিশাল আধ্যাত্মিক মহোৎসব, যাকে কুম্ভমেলা বলা হয়। এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম ধর্মীয় সভা যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে পুণ্যস্নান ও আধ্যাত্মিক সাধনা করে থাকেন। কুম্ভমেলার (Mahakumbh 2025) এই পবিত্র উপলক্ষে সাধারণ মানুষের পাশাপাশি বহু সেলিব্রিটি ও পর্যটকরা গঙ্গায় পুণ্যস্নান করতে আসছেন। এই তালিকায় বাদ যায়নি টলিউড ইন্ডাস্ট্রিও। টলিউডের বহু তারকা সেখানে গিয়ে পুণ্যস্নান করেছেন এবং করছেন। সম্প্রতি সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty) মহাকুম্ভে পূর্ণস্নানে অংশগ্রহণ করেন। তবে শুধু পূর্ণস্নান নয়, মহাকুম্ভে গায়িকা তার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হন।

ইমন চক্রবর্তী (Iman Chakraborty) সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তিনি ও তার স্বামী, মিউজিশিয়ান নীলাঞ্জন ঘোষ, বিমানে বসে আছেন। এই ছবির ক্যাপশনে গায়িকা জানান, “যাই একটু কুম্ভ মেলায় গান শুনিয়ে আসি।” সঙ্গীতের জন্যই তাঁরা প্রয়াগরাজে গিয়েছিলেন। যেখানে ইমন চক্রবর্তী মহাকুম্ভ মেলায় পারফর্ম করেন। 

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

মহাকুম্ভে (Mahakumbh 2025) তার পারফরম্যান্সের অভিজ্ঞতা শেয়ার করে গিয়ে ইমন চক্রবর্তী (Iman Chakraborty) কয়েকটি ছবি পোস্ট করেছেন । ছবিতে তাকে একটি লাল রঙের শাড়ি এবং সাদা ফুলস্লিভ ব্লাউজে সেজে মঞ্চে পারফর্ম করতে দেখা যাচ্ছে। তার সাজ ছিল অত্যন্ত হালকা। মঞ্চে তিনি ঘুরে ঘুরে গান গাইছিলেন, তার সঙ্গে পুরো টিম ও স্বামী নীলাঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন। এই ছবি পোস্ট করে ইমন লিখেছেন, “পুণ্য তাল, আধ্যাত্মিক সুর। যেখানে সঙ্গীত মিশে যায় আধ্যাত্মিকতার সঙ্গে। মহাকুম্ভ ২০২৫।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajat Singh (@strollerbysingh)

পারফরম্যান্সের সময় ইমন চক্রবর্তী (Iman Chakraborty) সঙ্গীতের মাধ্যমে একাধিক আধ্যাত্মিক গান পরিবেশন করেন, যার মধ্যে আইগিরি নন্দিনী থেকে শুরু করে একাধিক ঈশ্বরের গান শোনান। এই গানের মাধ্যমে তিনি দর্শকদের আধ্যাত্মিকতায় নিমজ্জিত করার চেষ্টা করেন। শুধু ইমন চক্রবর্তীই নন এই মেলায় আরও কিছু বিশিষ্ট শিল্পীও পারফর্ম করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ জুটি, যাদের সঙ্গে ইমন একাধিক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ইমন (Iman Chakraborty) ছাড়াও টলিপাড়ার আরও বহু তারকা মহাকুম্ভে (Mahakumbh 2025) পুণ্যস্নান করতে গিয়েছেন। এসভিএফের কর্ণধার শ্রীকান্ত মোহতা, প্রযোজক রানা সরকার, শ্রীমা ভট্টাচার্য, রচনা বন্দ্যোপাধ্যায়, অপরাজিতা, কনীনিকা বন্দ্যোপাধ্যায় পরিচালক অরিন্দম শীল তাঁর স্ত্রী শুক্লা শীল, অভিনেত্রী দেবলীনা কুমার,সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ও স্বামী সৌম্য বক্সী সহ অনেকেই এই মহাকুম্ভ মেলাতে অংশ নিয়েছেন এবং স্নান করেছেন।

কুম্ভমেলা, যা প্রতি ১২ বছর অন্তর অনুষ্ঠিত হয়। ভারতীয় সংস্কৃতির একটি অমূল্য ঐতিহ্য। কিন্তু মহাকুম্ভ ১৪৪ বছরে একবার অনুষ্ঠিত। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করার মাধ্যমে কোটি কোটি মানুষ নিজেদের পাপ মকশ করতে এবং পুণ্য অর্জন করতে আসেন। ২০২৫ সালের মহাকুম্ভ (Mahakumbh 2025) মেলা আরও বড় আকারে অনুষ্ঠিত হচ্ছে, যা দেশ-বিদেশের কোটি কোটি মানুষকে আকৃষ্ট করেছে। এবারের মহাকুম্ভের শেষ স্নান অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি, মহাশিবরাত্রির দিন।