কাকু কাকিমাদের ঘৃণা করেন Iman!

Iman: ‘ট্রেনে চড়তে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আশেপাশে কিছু কাকু-কাকিমা থাকে, দেখেছি তারা কখনও খবর শুনছে, কখনও গান শুনছে, কখনও সিরিয়াল দেখছে কিন্তু শুধু নিজেরা…

Iman

Iman: ‘ট্রেনে চড়তে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আশেপাশে কিছু কাকু-কাকিমা থাকে, দেখেছি তারা কখনও খবর শুনছে, কখনও গান শুনছে, কখনও সিরিয়াল দেখছে কিন্তু শুধু নিজেরা দেখছে না বা শুনছে না। সবাইকে শোনাচ্ছে, আই জাস্ট হেট দেম’। ট্রেনে উঠে হঠাৎ কি এমন হল গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে। যে এতটা রেগে গেলেন তিনি। একটা আস্ত বড় ভিডিওতে নিজের ট্রেন জার্নির অভিজ্ঞতার কথা শেয়ার করে ইমন লিখলেন, ‘আমি ঘৃণা করি, সেই কাকু কাকিমাদের… উফ! অসহ্য’।

আসলে অনেকেই রয়েছেন। যাঁরা নিজের স্মার্ট ফোনে জোরে জোরে সিরিয়াল, কিংবা গান শুনতে শুনতে ট্রেনে জার্নি করেন। পাশের সহ যাত্রীর কথা ভেবে দেখেন না। আর উদ্দেশ্যেই এদিন বাধ্য হয়ে বার্তা দিলেন তিটি বিরক্ত ইমন। বললেন, নিজের পাশাপাশি গোটা পৃথিবীর লোককে শোনানোর কী দরকার!

ইমনের এই পোস্টে সহমত প্রসন করেছেন অনেকেই। কেউ লিখেছেন, সমাজ দূষণকারী কাকু কাকিমা, এরাই একজন এর কথা অন্য কারুর কানে দিয়ে চলে আসে। আবারও কারও কথায়, এর মধ্যে আছেন শান্তিনিকেতন ফেরৎ আঁতেল কাকীমা – পুরো ট্রেন কে কাঁথা স্টিচ এর শাড়ী আর ব্লাউজ দেখান! আর ভাঁড়ে চা পেলে মনে করেন যেন জীবনে প্রথম পেলেন! উফফ! অসহ্যকর!কেউ বললেন, দিদি এটি হল আমাদের মধ্যবিত্ত পরিবারের মস্ত বড়ো গল্প। আবারও বললেন, একদম ঠিক বলেছেন। এত অসহ্য লাগে না কি বলবো। মনে হয় ধরে ধরে ওদের ট্রেন থেকে নামিয়ে দি। শান্তিকামী অন্য এক নেটিজেনের দাবি, একদম ঠিক… শান্তিদূষন করা কাকু কাকিমা দাদা বৌদি দের এরকম অত্যাচারের অতিষ্ঠ হয়ে যতক্ষন না মুখ খুলে বলবেন যে এনারা ট্রেনে আছেন, নিজেদের ড্রইংরুমে নয়… ততক্ষন নিস্তার নেই।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)