Icche Putul: ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে জিষ্ণুর চরিত্রে অভিনয় করছেন শমীক চক্রবর্তী। টেলিভিশনের নতুন মুখ হয়েও ব্যাপক জনপ্রিয় তিনি। ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ছাড়াও এই মুহূর্তে ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালে ভিলেনের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে। কিন্তু আজকের দিনে শমীকের এই সাফল্যের জার্নিটি কিন্তু ব্যাপক। অনেক লড়াই করে আজ এখানে দাঁড়িয়ে তিনি।
সম্প্রতি মা সোনালি চক্রবর্তীর সঙ্গে ‘দিদি নম্বর ওয়ান’-এ এসেছিলেন এমন কিছুই জানালেন শমীক। যা শুনলে হয়ত চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে আপনারও। ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করার জন্য ঠিক কী কী করেছিলেন অভিনেতা।
View this post on Instagram
এদিন ধরা ধরা গলায় তিনি বলেন, ‘‘একা হাতে রান্না করতাম। ঘর গুছিয়ে রাখতাম। বাথরুম পরিষ্কার করতাম। বাড়ির সব কাজ সেরে তার পর বেরোতাম।’’ কৃষ্ণনগরের ছেলে শমীক বাবার অমতেই অভিনয়ে আসা। শহরে এসে ছোট্ট একটা মাথা গোঁজার ঠাই জোগাড় করেন। সেই ঘরের জায়গা এতটাই ছোট ছিল যে এক জনও থাকতে পারত না। বাড়ির সমস্ত কাজ একা হাতে সামলে কাজে বেরোতেন।
তবে, খুব বেশি দিন এই ব্যাপক টানাপোড়েন সহ্য করতে হয়নি। কয়েকদিনের মধ্যেই মডেলিং শুরু করেন। তার পরেই ট্যালেন্টের জেরে সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়ে যান।
এইমুহূর্তে ইচ্ছে পুতুল (Icche Putul) সিরিয়ালে এক তরফা ভালোবাসার গল্প বলছেন শমীক।
View this post on Instagram