মুম্বই: নতুন করে কি সম্পর্কে জড়িয়েছেন বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশন (Hrithik Roshan)! এমনই প্রশ্ন ঘুরপক খাচ্ছে নেট-দুনিয়ায়। কিন্তু কেন এমন সংশয়? সম্প্রতি নেট নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতার কিছু ছবি। যেখানে কার্গো প্যান্ট, টি শার্টের সঙ্গে নীল জ্যাকেটে এক রমনীকে দেখা যাচ্ছে। তবে মুখে মাস্ক থাকায় কে সে নারী? তা চেনে যাচ্ছে না। কার্যত এই রহস্যময়ীকে নিয়ে শুরু হয়েছে জলঘোলা।
নেট দুনিয়ায় সম্প্রতি যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁ থেকে এদিন হৃত্বিক রোশনকে ওই রহস্যময়ীর হাত ধরে বেরতে দেখা যায়। পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হওয়া এই ছবি দেখে নেট দুনিয়ায় ওই নারীর পরিচয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে উঠছে নানা প্রশ্ন। কেউ জানতে চাইছেন ‘ইনি কে?’ কোউ আবার জিজ্ঞাসা করেছেন, ‘নতুন প্রেমিকা?’ যদিও অনেকেই মনে করছেন ওই নারী আসলে অভিনেতার খুড়তুতো বোন পশমিনা। যদিও অভিনেতার পক্ষ থেকে এই প্রসঙ্গে এখনও কোনও বক্তব্য শোনা যায়নি।