KGF চ্যাপ্টার ১, KGF চ্যাপ্টার ২ সফলতার পর এবার কানা ঘুসো শোনা যাচ্ছে KGF চ্যাপ্টার ৩ আসতে চলেছে শীঘ্রই। পাশাপাশি আরও শোনা যাচ্ছে, কেজিএফ চ্যাপটার ৩-তে রকি ভাই এর সঙ্গে হৃত্বিক রোশন। সিক্যুয়েলের সাফল্য দেখে তৃতীয় অংশও আনার চিন্তা ভাবনা করছেন নির্মাতারা। কেজিএফ চ্যাপটার টু এর সফলতা পর ইতিমধ্যেই নির্মাতা কেজিএফ চ্যাপটার ৩ এর ঘোষণা করে ফেলেছেন। বর্তমানে দর্শকরা অধীর আগ্রহে বসে রয়েছেন কবে আসবে কেজিএফ চ্যাপ্টার থ্রি। আর সেখানে অবশ্য অবশ্যই ভাবে থাকছেন তো রকি ভাই! উঠছে প্রশ্ন।
এই প্রসঙ্গে প্রযোজক জানিয়েছেন, আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। কিন্তু পরিচালক এখন সালার নিয়ে ব্যস্ত। যশও খুব শিগগির আগামী ছবির ঘোষনা করবেন। তাই ওরা একসঙ্গে হলেই কেজিএফ চ্যাপ্টার ৩ নিয়ে কথা বলা যাবে। এখনও পর্যন্ত কোনও তারিখ ঠিক করা হয়নি। এখনও পর্যন্ত ১২২৪ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার ২। সবথেকে বেশি ব্যবসার নিরিখে আমির খানের ‘দঙ্গল’কেও ছাপিয়ে গিয়েছে এই ছবি।
কেজিএফ চ্যাপটার টু মাত্র ১০ দিনে ৩০০ কোটি টাকা আয় করেছে। বলিউডের বেশ কয়েকটি ছবি ৩০০ কোটি ছুঁয়েছে। কিন্তু কেজিএফ চ্যাপটার টু এর মত এত কম সময় ৩০০ কোটি ছুঁতে পারেনি। অন্যদিকে বাহুবলী ৫০০ কোটি পর্যন্ত ছুঁয়েছিল।
কেজিএফ চ্যাপ্টার টু এর সম্প্রচারের স্বত্ব কেনার জন্য নাকি বড়সড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে এক প্রথম সারির OTT প্ল্যাটফর্ম। জানা গিয়েছে, ৩২০ কোটি টাকার প্রস্তাব নাকি রাখা হয়েছিল। এবার OTT প্ল্যাটফর্মেও দেখা যাবে এই ছবি।