Hrithik Roshan: ফারহানের বিয়েতে ভাইরাল হৃত্বিকের নাচের ভিডিও

অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা-পরিচালক-গায়ক ফারহান আখতার। তবে একেবারে অন্যরকম কায়দায় বিয়েটা সারলেন তাঁরা। এই বিয়েতে ছিল না ছাদনাতলা, না ছিল আগুনকে ঘিরে সাত পাক।…

hrithik roshan

অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা-পরিচালক-গায়ক ফারহান আখতার। তবে একেবারে অন্যরকম কায়দায় বিয়েটা সারলেন তাঁরা। এই বিয়েতে ছিল না ছাদনাতলা, না ছিল আগুনকে ঘিরে সাত পাক। এমনকী, দেখা যায়নি নিকাহর নানা নিয়মকানুনও। বরং বিয়েতে উপস্থিত অতিথিদের সামনে সারাজীবন একসঙ্গে থাকার শপথবাক্য পাঠ করলেন ফারহান ও শিবানী।

short-samachar

   

শনিবার খান্ডালায় জাভেদ আখতার ও শাবানা আজমির ফার্ম হাউজে বসেছিল ফারহান-শিবানীর বিয়ের আসর। করোনা পরিস্থিতির কারণে স্বল্প সংখ্যক অতিথিদের উপস্থিতিতে বিয়ে করলেন তাঁরা। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়, পরিবারের সদস্যরা হাজির ছিলেন ফারহান-শিবানীর বিয়েতে। দুই তারকার বিয়েতে ঘনিষ্ঠ অতিথিদের তালিকায় ছিলেন বলিউড তারকা হৃত্বিক রোশন। মা ও বাবার সঙ্গে বন্ধুর বিয়েতে আসেন তিনি। ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে ‘সেনোরিটা’ গানে পারফর্ম করতে দেখা গেল তাঁকে। হৃত্বিক রোশনের নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

https://www.instagram.com/reel/CaMbV4WsZNA/?utm_source=ig_web_copy_link

এদিকে ফারহান-শিবানীর বিয়ের ছবি পোস্ট হতেই শুরু হয়েছে গুঞ্জন। যা দাবানলের মতো ছড়িয়ে পরেছে। বিয়ের ছবিতে গায়িকার শরীরে মাতৃত্বের আভাস লক্ষ করেছেন ভক্তরা। যা দেখে উঠছে প্রশ্ন, ‘শিবানী কি অন্তঃসত্ত্বা?’, ‘মাতৃত্বের আভাস দেখা যাচ্ছে।’ তাছাড়া বলিপাড়ার খবর ছিল, এপ্রিল মাসে বিয়ে করবেন দুই তারকা। কিন্তু হঠাৎ সে তারিখ এগিয়ে ফেব্রুয়ারি মাস হওয়ার এই গুঞ্জনে পরছে ঘি। প্রশ্ন উঠছে, তাহলে কি শিবানী মা হবেন বলেই বিয়ের তারিখ এগিয়ে নেওয়া হল?