Hrithik Roshan and Saba Azad: বন্ধু ফারহানের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হৃত্বিক!

অবশেষে মনের মানুষটিকে খুঁজে পেয়েছেন হৃত্বিক। রেস্তোরাঁ থেকে যে হাত ধরে অভিনেতাকে বার হতে দেখা গিয়েছিল, এই হাত ধরে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন হৃত্বিক (Hrithik Roshan)।  বলিপাড়ার গুঞ্জন, ‘সাবার সঙ্গে সম্পর্কে খুবই একনিষ্ঠ হৃতিক। তিনি চান, প্রেমের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। কেবল পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই বিয়ে হবে সাবা-হৃতিকের।’ বন্ধু ফারহান আখতারের বিয়েতে উপস্থিত হওয়ার পরে নাকি সে রকমই ইচ্ছে জেগেছে হৃতিকের।

বেশ কয়েকদিন আগে সাবার সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন হৃতিক। রেস্তরাঁ থেকে বের হওয়া মাত্র পাপারাৎজিদের খপ্পরে পড়েন অভিনেতা। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ছবি। তারপর থেকেই শুরু হয় সাবা-হৃত্বিকের প্রেমের গুঞ্জন। এবার সেই গুঞ্জনকে আরও বাড়িয়ে দিলেন হৃতিকের পরিবার। গত রবিবার হৃতিকের কাকা রাজেশ রোশনের নেটমাধ্যমে পোস্ট করা পারিবারিক ছবি উস্কে দিয়েছিল এই জল্পনা। সেই ছবিতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন সাবা আজাদও।

   

এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘হৃতিক এবং সাবার প্রথম কথা হয় টুইটারে এবং প্রায় দু-তিন মাস ধবে দু’জনে ডেট করছেন।’ যদিও এর আগে শোনা গিয়েছিল যে খ্যাতনামীদের একটি ডেটিং অ্যাপ থেকেই আলাপ হয়েছিল দু’জনের। হৃতিক এক সময় টুইটারে সাবা আজাদের একটি ভিডিয়ো লাইক করে শেয়ার করেছিলেন। প্রতিক্রিয়ায় সাবা হৃতিককে মেসেজ করে ধন্যবাদ জানিয়েছিলেন। এ ভাবেই নাকি শুরু হয় তাঁদের সম্পর্ক। দু’জনে নাকি গোপনে গোয়াতে ছুটিও কাটাতে গিয়েছিলেন।

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তারপর থেকে একেবারেই সঙ্গীহীন হৃতিক। ফাঁকা জীবনে সঙ্গী হিসাবে সাবাকে ঝুঁজে পেয়েছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন