প্রযোজক হিসাবে কেমন ছিলেন রতন টাটা! বলিউড নিয়ে তাঁর ভাবনা কি ছিল?

প্রয়াত হলেন প্রখ্যাত শিল্পপতি রতন টাটা (Ratan Tata) । মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৬ বছর। বুধবার গভীর রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ…

ratan-tata

প্রয়াত হলেন প্রখ্যাত শিল্পপতি রতন টাটা (Ratan Tata) । মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৬ বছর। বুধবার গভীর রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। শিল্পপতি রতন টাটার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বলিউড সহ দেশের সব মহলে শোকের ঢেউ বইছে। প্রখ্যাত শিল্পপতি রতন টাটার (Ratan Tata)মৃত্যুতে বলিউডের তারকারা তাদের সমাজ মাধ্যমে শোক প্রকাশ করে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রখ্যাত শিল্পপতি রতন টাটা (Ratan Tata)বিভিন্ন ক্ষেত্রে বান্যিজিক প্রতিপত্তি প্রভাব দেখিয়েছেন । তার মধ্যে অনেকেরই অজানা যে তিনি সিনিমাতেও বিনিয়োগ করেছিলেন। তার প্রথম এবং শেষ বিনিয়োগকারী ছবি ‘আইতবার'(Aetbaar)। এই ছবির মুখ্য ভূমিকায় ছিলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এই ছবি তৈরি করতে কোটি টাকা বিনিয়োগ করে রতন টাটা।

   

অমিতাভ ছাড়াও ছবিতে গুরত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল জন আব্রাহাম,বিপাশা বসু, ও সুপ্রিয়া পিলগাঁওকরকে। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন বিক্রাম ভাট। কিন্তু এই ছবি বক্স-অফিসে ফ্লপ হয়েছিল। রতন টাটা লাভের মুখ দেখতে না পেয়ে ছবিতে বিনিযোগের ক্ষেত্রে হাত তুলে নেই। এরপর থেকে তিনি আর কোন ছবিতে বিনিয়োগ করেননি।

উল্লেখ্য, ‘আইতবার'(Aetbaar) ছবিটি হলিউডের ‘ফিয়ার’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল। এই ছবির বাজেট ছিল ৯.৫০ কোটি টাকা। ‘আইতবার’ ছবিটি আয় করে মাত্র ৭.৯৬ কোটি টাকা। ছবির মোট খরচ তুলতে পারেনি উল্টে ২.৫০ কোটি টাকার ক্ষতির মুখে পরেন রতন টাটা। এর পর থেকে রতন টাটা আর কোনও ছবিতে বিনিয়োগ করেননি।