সকাল থেকেই টুইটারে ট্রেন্ডিং টাইগার-৩ (Tiger 3)। বলিউডের বহু উপেক্ষিত ছবি টাইগার ৩। সলমন খানের অনুরাগীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে চলেছে। শুধু ছবি মুক্তির জন্য নয়। টাইগার ৩ রিলিজ হওয়ার আগে ছবি সম্পর্কে সমস্ত খবরাখবরের খোঁজ নিচ্ছে সমস্ত ভক্তকূল। মণীশ শর্মার পরিচালনায় তৈরি হচ্ছে টাইগার-৩। টাইগের ফ্র্যাঞ্চাইসের এর ছবিতে ফের দেখা যাবে সলমন খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।
এর আগে টাইগার ১ এবং টাইগার ২ দর্শকদের মধ্যে সারা ফেলেছে। বক্স অফিসে তুমুল সাফল্যের পর আসছে টাইগার ৩। ফলে স্বাভাবিকভাবেই বিনোদন জগতে এটি এই মুহূর্তে বহূ চর্চিত বিষয়। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সলমন খানের আসন্ন অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘টাইগার ৩’-এর মুক্তির জন্য। এই সিনেমার প্রথম অংশ ২০১২ সালে এবং দ্বিতীয়টি ২০১৭ সালে প্রকাশিত হয়েছিল। দীর্ঘ ৬ বছর অপেক্ষার পর পর্দায় দেখা যাবে সলমন ও ক্যাটরিনার জুটি।
টাইগার ৩-এর ‘বিহাইন্ড দ্য সিনস’ (Behind the scenes) এবং ছবির ঝলক বা স্কিক পিকস (sneak peeks) -এর ফলে এই মুহূর্তে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। বর্তমানে #Tiger3 টুইটারে ট্রেন্ড করছে। সেট থেকে কিছু ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। জানা যাচ্ছে, হলিউড ছবির মতোই অসাধারণ অ্যাকশন দেখা যাবে এই সিনেমায়। শুটিং হয়েছে রাশিয়ায়।
সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’- এর কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ‘টাইগার ৩’-এর শুটিংয়ে হাই-ফাই ড্রোন ব্যবহার করা হচ্ছে। টাইগারে সালমান খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। এটি যশ রাজ ফিল্মসের একটি অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প। জানা গেছে, এতে ৩০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে।
টাইগার ৩-এ কত পারিশ্রমিক পাচ্ছেন সলমন খান এবং ক্যাটরিনা কাইফ? (Salman Khan-Katrina Kaif’s remuneration for Tiger 3
বড়-মানের অভিনেতা সলমন খান। তাই তাঁর যে বিশাল পারিশ্রমিক হবে তা বলাই বাহূল্য। জানা গিয়েছে যে টাইগার ৩ ছবির জন্য সলমন খান নিচ্ছেন ১০০ কোটি টাকার উপর পারিশ্রমিক। সলমন খানের উপস্থিতিই ছবির জন্যে হয়ে ওঠে তার ইউএসপি। সলমন খান এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজ্ন।
অপরদিকে ক্যাটরিনা কাইফও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন। ক্যাটরিনার পারিশ্রমিক যদিও জানা যায়নি। তবে আইএমডিবি-র এক রিপোর্ট অনুযায়ী ক্যাটরিনা ১৫ – ২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
ছবিটি আগে ২১ এপ্রিল ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা ছিল। এখন ছবিটি ১০ নভেম্বর ২০২৩ তে দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।