Durga Puja: মিঠাই থেকে ঋষি কে কত পারিশ্রমিক নেন একটি পূজা উদ্বোধনে 

দুর্গাপুজো (Durga Puja) আসার আগে প্রতিটি পূজা প্যান্ডেলের একে অপরের সাথে প্রতিযোগিতা বেড়ে যায়। কে কত বড় জনপ্রিয় মুখ আনতে পারবে পূজা উদ্বোধনে তাই নিয়ে। তবে কয়েক বছর আগে পর্যন্ত দেখা যেত বাংলা চলচ্চিত্রের একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা এই উদ্বোধনের প্রধান আকর্ষণ থাকতেন। তবে এখন বাংলা চলচ্চিত্রের বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরাই রাজনৈতিক জগতের সাথে যুক্ত থাকায় তারা খুব একটা এই বিষয়ে যোগদান করেন না। সে ক্ষেত্রে বাংলা টেলিভিশন জগতের একাধিক জনপ্রিয় মুখ সামনে উঠে আসে।

সেই প্রসঙ্গে এই মুহূর্তে বাংলা সবচেয়ে জনপ্রিয় মুখ হল মিঠাই ধারাবাহিকের ও নায়িকা সৌমিতৃষা কুন্ডু। এছাড়াও এই তালিকায় রয়েছে দিতিপ্রিয়া রায় ,সোলাঙ্কি রায় মানালি দে সহ প্রমূখরা।

   

সূত্রের খবর সৌমিতৃষা একটি পুজো উদ্বোধন করতে পারিশ্রমিক হিসেবে নেন ৮৫০০০ টাকা। এবং শন ব্যানার্জি ওরফে ঋষি নেন ১০০০০০টাকা। সেখানে দিতিপ্রিয়া পারিশ্রমিকের অংক কিছু কম নয়, তার পারিশ্রমিক হল ৭০০০০ টাকা। এরপরেই নাম রয়েছে মানালি দে, সোলাঙ্কি রায়, ইন্দ্রাশিষ রায় ,প্রতীক সেন দের। এনারা প্রত্যেকেই ৪৫০০০ টাকার পারিশ্রমিকের একটি পুজো উদ্বোধন করেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন