রাজকে নিয়ে টানাটানি!! মিমি-শুভশ্রীর সম্পর্ক এখন ঠিক কেমন?

Mimi-Subhashree relationship

একসময় তারা ছিলেন একে অপরের চূড়ান্ত প্রতিপক্ষ। একই ইন্ডাস্ট্রির সহ অভিনেত্রী হয়েও একে অন্যের ঘোর শত্রু হয়ে উঠেছিলেন টলিউডের দুই নায়িকা। বুঝতে পারছেন কাদের কথা বলছি? তারা আর কেউ নন,দুই টলি সুন্দরী শুভশ্রী গাঙ্গুলী ও মিমি চক্রবর্তী ( Mimi-Subhashree)। তাদের শত্রুতার কেন্দ্র বিন্দু ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। প্রেম ভাঙা গড়ার খেলা একে অপরের বিরোধী করে তুলেছিল মিমি শুভশ্রীকে। সেসব যদিও অনেক আগের কথা। তবে এখন ঠিক কোন জায়গায় মিমি-শুভশ্রীর সম্পর্ক? চলুন জেনে নেওয়া যাক।

Advertisements

একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেম নিয়ে টলি পাড়ায় বেশ গুঞ্জন শুরু হয়েছিল। তবে এই গুঞ্জন কিন্তু একদম ঠিক ছিল। বেশ গভীর সম্পর্কে জড়িয়ে ছিলেন রাজ-মিমি। এমনকি তাদের দুজনের এই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই চিড় ধরে রাজ-মিমির প্রেমে। কারণ? কারণ আর কেউ নন জানা যায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্যই মিমির সাথে বিচ্ছেদ ঘটান রাজ।

   

এর কিছু দিনের মধ্যেই রাজ-শুভশ্রী বাধা পড়েন সাত পাকে। এখন ছেলে ইউভানকে নিয়ে সুখে সংসার করছেন এই জুটি। কিন্তু মিমি? এইসব কিছুর জন্যই শুভশ্রীর উপর বেজায় চটেছিলেন মিমি। প্রায় মুখ দেখাদেখি বন্ধ ছিল দুজনের। কিন্তু এখন দূরত্ব সরিয়ে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এই দুই অভিনেত্রীর মধ্যে।

সম্প্রতি, বাংলার দূর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। সেই আনন্দে, কৃতজ্ঞতায় বর্ণাঢ‍্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল রাজ‍্য সরকারের তরফে। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় আর্জি জানিয়েছিলেন, ‘দলমত নির্বিশেষে’ এই শোভাযাত্রায় অংশ নিতে। তৃণমূলের নেতামন্ত্রীদের সঙ্গে টলি ও টেলিপাড়ার বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, পরিচালক, গায়ক গায়িকারাও যোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠানে।

Advertisements

টলিউডের পরিচিত মুখদের মধ‍্যে সেদিন ছিলেন মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায়ের মতো অভিনেত্রীরা। ছিলেন শ্রীতমা ভট্টাচার্য, লাভলি মৈত্র, সুদীপ্তা বন্দ‍্যোপাধ‍্যায়, সোনামণি সাহা, সৌমিতৃষা কুণ্ডুর মতো অভিনেত্রীদের।

তখন মিমি-শুভশ্রীকে একসাথে দেখা গিয়েছিল। অবশ‍্য বেশ কিছু বছর আগেই তিক্ততা ভুলে ইউভানের জন্মের পর তাকে ঝুড়িভর্তি উপহার পাঠিয়েছিলেন মিমি।