কেমন আছেন গোবিন্দা? চিন্তায় অনুগামীরা

মুম্বই: বলিউড হি-ম্যান ধর্মেন্দ্রর (Dharmendra) মৃত্যুর গুজবে দেশ তোলপাড় হওয়ার পরেই আরও উল্লেখযোগ্য তারকার হাসপাতালে ভর্তির খবর প্রকাশ্যে আসেন। তিনি হলেন গোবিন্দা (Govinda)। জ্ঞান হারিয়ে ফেলায় মুম্বইয়ের জুহুর ক্রিটিকেয়ার এশিয়া মিউনিসিপ্যালিটি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে চরম উৎকণ্ঠা।

Advertisements

কেমন আছেন ‘রাজা বাবু’ জানতে চাইছেন ভক্তরা। তবে ভয়ের কিছু নেই। সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, গোবিন্দা তাঁর ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, “আমি ভালো আছি। সকলকে অসংখ্য ধন্যবাদ”। তাঁর ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, অভিনেতার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁর জ্ঞান ফিরেছে। সিনহা বলেন, “চিকিৎসকরা বিকেলে তার অবস্থা পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে, এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গোবিন্দার মেডিকেল পরীক্ষা এখনও চলছে।”

   

অচেতন হয়ে পড়েন গোবিন্দা

এই সপ্তাহের শুরুতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছিলেন গোবিন্দা। কিংবদন্তি অভিনেতাকে দেখতে গিয়েছিলেন শাহরুখ খান থেকে শুরু করে অন্যান্য বলিউড তারকা-অভিনেতারা। মঙ্গলবার রাতে আচমকা ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরে অবশ্য অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়, ধর্মেন্দ্র সুস্থ আছেন। বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।

Advertisements

আর বুধবারই অসুস্থ অবস্থায় গোবিন্দার হাসপাতালে ভর্তির খবর প্রকাশ্যে আসে। অভিনেতার পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে নিজ বাসভবনে আচমকাই জ্ঞান হারান গোবিন্দা (Govinda)। দ্রুত তাঁকে জুহুর ক্রিটিকেয়ার এশিয়া মিউনিসিপ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েকদিন ধরেই তিনি নাকি অস্বস্তিতে ভুগছিলেন।

কুলি নম্বর ১, হিরো নম্বর ১, সাজান চলে সাসুরাল, রাজা বাবু, দুলহে রাজা এবং হাসিনা মান জায়েগির মতো ছবিতে তার অনবদ্য কমিক টাইমিং, গতিশীল নৃত্য চাল এবং আইকনিক অভিনয়ের জন্য পরিচিত, গোবিন্দ বলিউডের সবচেয়ে প্রিয় বিনোদনকারী অভিনেতাদের একজন।