করণ জোহার প্রযোজিত কোন ছবি রিমেক করতে চলেছে হলিউড? জেনে নিন বিস্তারিত

করণ জোহার (Karan Johar) প্রযোজিত ‘কিল’ (Kill) চলচ্চিত্রের রিমেক করতে চলেছে হলিউড। এই রিমেকের পরিচালনার দায়িত্বে থাকছেন চ্যাড স্ট্যাহেলস্কি (Chad Stahelski) যিনি ৪টি ‘জন উইক’…

WhatsApp Image 2024 07 02 at 18.14.57 করণ জোহার প্রযোজিত কোন ছবি রিমেক করতে চলেছে হলিউড? জেনে নিন বিস্তারিত

করণ জোহার (Karan Johar) প্রযোজিত ‘কিল’ (Kill) চলচ্চিত্রের রিমেক করতে চলেছে হলিউড। এই রিমেকের পরিচালনার দায়িত্বে থাকছেন চ্যাড স্ট্যাহেলস্কি (Chad Stahelski) যিনি ৪টি ‘জন উইক’ (John Wick) ছবি পরিচালনা করেছেন।

নিখিল নাগেশ ভাট (Nikhil Nagesh Bhat) পরিচালিত ‘কিল’ (Kill) ছবিটির রিমেক (Remake) করতে চলেছে হলিউড। এই রিমেকের প্রযোজনা করতে চলেছে ৮৭ ইলেভেন এন্টারটেইনমেন্টে (87 Eleven Entertainment) যার কর্ণধার মার্কিনি চলচ্চিত্র নির্মাতা চ্যাড স্টেহেলস্কি (Chad Stahelski)। এর আগে ‘জন উইক’ (John Wick) ফ্র্যাঞ্চাইজের ৪টি ছবিই পরিচালনা করেছিলেন চ্যাড।

   

‘কিল’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেতা লক্ষ্য লালওয়ানি (Lakshya Lalwani), অভিনেতা-কোরিওগ্রাফার রাঘব জুয়াল (Raghav Juyal) এবং তানিয়া মানিকতলা। এই ছবিটির মূল বিষয় হিংসাত্মক প্রতিশোধ। ছবির কাহিনী রচনা ও পরিচালনার দায়িত্বে আছেন নিখিল নাগেশ ভাট। ছবিটি যৌথ প্রযোজনা করেছেন ধর্মা প্রোডাকশনের তরফে করণ জোহর (Karan Johar) ও অপূর্ব মেহতা, এবং শিখ্যা এন্টারটেইনমেন্টের তরফে গুনীত মঙ্গা কাপুর ও অচিন জৈন । এটি ভারতে ৫ জুলাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৪ জুলাই মুক্তি পেতে চলেছে।

চ্যাড স্টেহেলস্কি (Chad Stahelski) রিমেক সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, “আমার সাম্প্রতিক দেখা অ্যাকশন ছবিগুলির মধ্যে ‘কিল’ (Kill) হচ্ছে সবচেয়ে প্রাণবন্ত, এবং সৃজনশীল। নিখিল যে অ্যাকশন সিকোয়েন্সগুলি দেখিয়েছেন সেগুলি বিষকওব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দেওয়া দরকার। ‘কিল’ এর ইংরেজি রিমেক করতে পেরে আমি খুবই খুশি, এবং আমি নিখিল, করণ, অপূর্ব, গুণিত এবং অচিনের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”

কোন পরিস্থিতিতে মাথায় তেল ঢেলে দিয়েছিলেন পরিচালক? জানালেন তাব্বু

‘কিল’ রিমেক ঘোষণা করেছিলেন লায়ন্সগেট মোশন পিকচার (Lionsgate Motion Pictures) গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন। একটি যৌথ বিবৃতিতে, ছবির প্রযোজকরা কিলের হলিউড রিমেককে “ভারতীয় সিনেমার জন্য একটি বড় জয়” বলে অভিহিত করেছেন। বিবৃতিতে লেখা হয়েছে, “অ্যাকশন সিনেমার জন্য পরিচিত এবং পুরস্কারপ্রাপ্ত স্টুডিও লায়ন্সগেটের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। মূল চলচ্চিত্রের মুক্তির আগে এই ঘোষণাটি ভারতীয় সিনেমার জন্য একটি বড় জয়। আমরা সত্যিই অভিভূত। “

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Toronto International Film Festival) প্রথম দেখানো হয় সিনেমাটিকে। চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে চলচ্চিত্রের গল্প সম্মন্ধে সংক্ষিপ্তে লেখা হয়েছে, “নিখিল নাগেশ ভাট পরিচালিত এই মার্শাল আর্ট থ্রিলারে, নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী ট্রেনে ৪০ জনের একটি ডাকাত দলের সম্মুখীন হয় দুই কমান্ডো। এরপরই শুরু হয় নৃশংস যুদ্ধ এবং রণক্ষেত্রে পরিণত হয় নয়াদিল্লি। “

চলচ্চিত্রের মুখ্য অভিনেতা লক্ষ্য লালওয়ানির করণ জোহার প্রযোজিত ‘দোস্তানা ২’ তে আত্মপ্রকাশ করার কথা ছিল। তবে নানান কারণে বন্ধ হয়ে যায় ছবির কাজ।