কলকাতা: ২০২৬ অস্কারে (Oscar) আনুষ্ঠানিক ‘এন্ট্রি’ পেল ঈশান খট্টর-জাহ্নবী কপূর অভিনীত হিন্দি ছবি ‘হোমবাউন্ড’। শুক্রবার নির্বাচন কমিটির চেয়ারপার্সন এন চন্দ্র কলকাতার একটি সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন। ২০২৬ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নের তালিকায় ভারতের বিভিন্ন ভাষার মোট ২৪ টি ফিল্ম নির্বাচন করেছে জুরি।
তার মধ্যে হিন্দি, তেলুগু, কন্নড়, মণিপুরি ভাষার ছবি রয়েছে। ‘সুপারবয়েজ় অফ মালেগাঁও’, ‘কান্নাপ্পা’, ‘বনবাস’, ‘স্থল’, ‘ফুলে’, ‘বীরা চন্দ্রসাহা’ সহ মোট ২৪ টি সিনেমাকে মনোনীত করা হয়েছে। চন্দ্র বলেন, “এটি খুব কঠিন কাজ। প্রতিটি ছবিই মানুষের জীবনকে স্পর্শ করে বানানো। আমরা বিচারক ছিলাম না, কোচ ছিলাম। আমরা এমন খেলোয়াড়দের খুঁজছিলাম যারা চলচ্চিত্র নির্মাণ শিল্পে তাঁদের ছাপ ছেড়েছে”।
“হোমবাউন্ড” (Homebound) ছবির প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। মনোনয়ন পত্র প্রকাশের পর করণ বলেন, “আমরা গর্বিত। হোমবাউন্ডকে ভারতের পক্ষ থেকে অ্যাকাডেমি পুরস্কারে পাঠানোর জন্য মনোনীত করায় জুড়ির কাছে আমরা কৃতজ্ঞ।” পাশাপাশি, পরিচালক নীরজ ঘায়ওয়ান বলেন, “হোমবাউন্ডকে অস্কারের জন্য আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করায় আমি গর্বিত। এই ছবি দেশের মাটি, মানুষের প্রতিচ্ছবি। আমাদের প্রত্যেকের সাধারণ জীবনের ছবি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”
প্রসঙ্গত, ২০২৬ অস্কারের দৌড়ে পিছিয়ে পড়ল বাংলা ছবি। একসময় কৌশিক গাঙ্গুলির ‘নগরকীর্তন’ এবং অনীক দত্তের “অপরাজিত” অস্কারের মনোনয়নে স্থান পেলেও এইবার বাংলা ছবির সেই সৌভাগ্য হল না।