Hina Khan Hospitalised: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিনা খান!

Hina Khan Hospitalised: ফ্যানেদের জন্য চিন্তার বিষয়। গুরুতর অসুস্থ অভিনেত্রী হিনা খান। অবশেষে হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। এদিন ক্রমাগত অভিনেত্রীর স্বাস্থ্যের অবনতির জেরে তাঁকে…

Hina Khan Hospitalised

Hina Khan Hospitalised: ফ্যানেদের জন্য চিন্তার বিষয়। গুরুতর অসুস্থ অভিনেত্রী হিনা খান। অবশেষে হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। এদিন ক্রমাগত অভিনেত্রীর স্বাস্থ্যের অবনতির জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিনার ইনস্টাগ্রাম থেকেই সামনে এসেছে সত্যটা। অভিনেত্রী জানিয়েছেন, এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। যে শরীরে আর কোনো এনার্জি বাকি নেই (Hina Khan Hospitalised)।

হিনা খান নিজের অসুস্থতার ব্যাপারে ফ্যানেদের জানাতে ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে অভিনেত্রীর হাতে একটি থার্মোমিটার দেখা গিয়েছে, সেখানে শরীরের তাপমাত্রা 102 এ দেখাচ্ছে। এই ছবির ক্যাপশনেই তিনি লিখেছেন, তাঁর প্রচণ্ড জ্বর হয়েছে। গত চার রাত ধরেই অভিনেত্রী অবস্থা খুব খারাপ ছিল। অবশেষে এদিন তাঁর শরীরের অবস্থার বেগতিক দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

   

Hina Khan Hospitalised

উল্লেখ্য, এদিন অভিনেত্রী আরও জানিয়েছেন যে ‘আমার শরীরের তাপমাত্রা ক্রমাগত 102-103 ডিগ্রীতেই আটকে ছিল। এখন শরীরে আর কোন শক্তি অবশিষ্ট নেই। তাই যারা আমাকে নিয়ে চিন্তা করছেন, তাদের জানাবেন যে আমি শীঘ্রই আবার ফিরে আসব।’ অভিনেত্রী যে সত্যিই কতটা অসুস্থ তা প্রকাশ পেয়েছে নায়িকার দ্বিতীয় ছবিতে। যেখানে অভিনেত্রীকে হাসপাতালের বিছানায় বসে থাকতে দেখা যায় (Hina Khan Hospitalised)।

কাজের ফ্রন্টে, টানা এক দশকের বেশি সময় ধরে ছোট পর্দায় রাজ করছেন তুমুল জনপ্রিয় অভিনেত্রী হিনা খান৷ টেলিভিশন ধারাবাহিকে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় হিনা অন্যতম৷ এমনকি হিনা খানের সাম্প্রতিক ছবি ‘কান্ট্রি অফ ব্লাইন্ড’ জায়গা করে নিয়েছে অস্কার লাইব্রেরিতেও।