Mithun Chakraborty Dev: শোরগোল উঠেছিল গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী। পুত্র পুত্রবধূরাও রেগেমেগে বলেছিলেন, এ খবর ভুয়ো। এবার সামনে বেরিয়ে এল সত্যিটা। প্রিয় সহ অভিনেতা হাসপাতালে ভর্তি জেনে দেখতে গিয়েছিলেন দেব। দেখে এসে জানালেন সত্যিটা। দেব জানিয়েছেন, ‘মিঠুন দা ভালো আছেন। সুস্থ আছেন, চিন্তার কিছু নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি উনি যেন দ্রুত সেরে ওঠেন।’ দেবের কথায়, মিঠুন তাঁর বাবার সমান। মিঠুনের অসুস্থতা কিছুতেই মানতে পারছেন না আজকের সুপারস্টার।
এদিন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শ্রী মিঠুন চক্রবর্তী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শরীরের ডানদিকের উপর ও নিচের অংশে ব্যথা নিয়ে সকাল ৯.৪০ মিনিটে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাঁর মস্তিষ্কের আমআরআই সহ প্রয়োজনীয় পরীক্ষা এবং রেডিয়োলজির বিভাগের পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে। তার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়েছে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন এবং ভালো আছেন। ডায়েটে নরম খাবার খাচ্ছেন। শ্রী মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে একজন নিউরো-চিকিৎসক, কার্ডিওলজিস্ট এবং একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সহ অন্যান্য চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।’
প্রসঙ্গত, ব্রেন স্ট্রোক হয়েছিল মিঠুন চক্রবর্তীর। শনিবার সকালে কলকাতার বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি হন তিনি। আইসিইউতে চিকিৎসাধীন তিনি। শোনা গিয়েছে, দেব ও মিঠুন চক্রবর্তী আবারও একই ছবিতে কাজ করতে চলেছেন ভবিষ্যতে। এর আগে মিঠুনের সঙ্গে দেবের প্রতিটি ছবিই প্রায় সুপারহিট তকমা পেয়েছিল। যেমন, বিন্দাস প্রজাপতির মতন ছবিগুলো এখনও দর্শক মনে গেঁথে রয়েছে।