Viral: মায়ের বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্ক! ভাইরাল অভিনেতার ভিডিও

Shivam

রোজ পাস্তা বানানোর নাম করে মায়ের বান্ধবীর বাড়ি যেতাম। সেখানে গিয়ে যৌনতায় লিপ্ত হতেন। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমনই এক ভিডিও। যেখানে বলিউডের জনপ্রিয় মডেল এবং ছোট পর্দার অভিনেতা শিবমের মুখে শোনা যাচ্ছে এমন কথা।

Actress Sohini Sarkar did a photoshoot in open dress

   

সম্প্রতি বিগবসের আদলে শুরু হয়েছে রিয়ালিটি শো ‘লক-আপ’। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। যেখানে জেল খানায় কয়েদি বানিয়ে রাখা হচ্ছে অভিনেতাদের। গত রবিবার ছিল এই শোয়ের এলিমিনেশন রাউন্ড। যেখানে শো থেকে বাদ দেওয়ার আগে প্রতিযোগীদের একটা সুযোগ দেন কঙ্গনা। জীবনের এমন কোনও চরম সত্যি তাঁদের স্বীকার করতে হবে সকলের সামনে, সেই সত্যিতেই হয়ত বা শো থেকে বাদ পড়া আটকাতে পারে। এই কারণেই শিবমের কাছে জীবনের লুকিয়ে রাখা সত্যি জানতে চান কঙ্গনা। তবে শিবমের উত্তরে শুধু তিনি নন, হা হয়ে গিয়েছে গোটা বলিউড। সকলের সামনে জীবনের এই রকম একটা সত্যি শিবম যে বলবেন, তা কেউ ভাবতে পারেননি।

‘দেব ছাড়া অন্য কারও সঙ্গে নিজেকে দেখতে চাই’ 

<

p style=”text-align: justify;”>শিবম বলেন, তিনি যখন কলেজে পড়তেন, সে সময় তাঁর মায়ের বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ান তিনি। শিবম জানিয়েছেন, ওই মহিলা তাঁর বাড়ির পাশেই থাকতেন। ডিভোর্সি। চার বছরের একটি বাচ্চাও ছিল তাঁর। মহিলা বাড়িতে একা থাকতেন। শিবম রান্না শেখার নাম করে মহিলার বাড়ি যেতেন। এবং যৌনতায় লিপ্ত হতেন তাঁরা। শিবম আরও বলেন, এর মধ্যে তিনি দোষের কিছু দেখেন না। সে সময় ওই মহিলা জীবনে একা ছিলেন। তাঁর কাউকে দরকার ছিল। শিবমের ওই মহিলাকে ভালো লাগত। দু’জনের সম্মতিতেই হত যা হত। রোজ পাস্তা বানানোর নাম করে মহিলার বাড়ি যেতেন শিবম। এই শোতে শিবম প্রায় প্রতিদিন নতুন কিছু করে থাকেন। বেশ চর্চিত তিনি। তাই সহজেই শিবমকে শো থেকে বাই বাই করা যাবে তা বুঝিয়ে দিলেন অভিনেতা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন