Mahalaya: দেবী গন্ধেশ্বরী রূপে গৌরিকে দেখে মুগ্ধ দর্শক 

সামনেই দুর্গাপূজা। আর তাই বেশিদিন বাকি নেই মহালয়ার (Mahalaya)। মহালয়ার সকাল প্রতিটি বাঙালি শুরু করে মা দুর্গার অসুর নিধনের গল্প শুনে অথবা টিভির পর্দায় দেখে।…

সামনেই দুর্গাপূজা। আর তাই বেশিদিন বাকি নেই মহালয়ার (Mahalaya)। মহালয়ার সকাল প্রতিটি বাঙালি শুরু করে মা দুর্গার অসুর নিধনের গল্প শুনে অথবা টিভির পর্দায় দেখে। তাই জন্য আজকাল সকল টিভি চ্যানেলে মহালয়ার দিন জনপ্রিয় অভিনেত্রীদের নিয়ে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান দেখা যায়। এ বছরও তার অন্যথা হয়নি। জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা সবকটি চ্যানেলে মহিষাসুরমর্দিনীর গল্প নিয়ে মহালয়ার ভরে আসবে জনপ্রিয় অভিনেত্রীরা।

সেইভাবেই জি বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে জনপ্রিয় টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। আর তার সঙ্গে দেখতে পাওয়া যাবে জি বাংলার একাধিক সিরিয়ালের নায়িকাদের। সেখানেই গন্ধেশ্বরী দেবি রূপে দেখতে পাওয়া যাবে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক “গৌরী এলোর” প্রধান নায়িকা মোহনা মাইতি (Mohana Maity) ওরফে গৌরীকে। যেখানে গৌরীকে দেবী গন্ধেশ্বরী রূপে দেখে দর্শকরা মুগ্ধ হয়েছেন। মোহনা মাইতি “গৌরী এলো” ধারাবাহিকটিতে প্রথম টেলিভিশনে অভিনয় করছেন। এর আগে তিনি ডান্স বাংলা ডান্স থেকে জনপ্রিয়তা লাভ করেন।

প্রসঙ্গত গত সপ্তাহের টিআরপি তালিকার শীর্ষে নাম লিখিয়েছে “গৌরী এলো” ধারাবাহিকটি। তাই বলা চলে এখন দর্শকের মনে গৌরী অর্থাৎ নবাগত অভিনেত্রী মোহনা জায়গা করে নিয়েছে।