ব্যাটম্যান এর নায়িকা হতে চান? আপনার জন্য রয়েছে সুখবর

mainak banerjee

আপনি কি সুপারহিরো সিনেমা দেখতে পছন্দ করেন? ব্যাটম্যান (Batman) কি আপনার পছন্দের চরিত্র? ব্যাটম্যান এর নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু মেলেনি অভিনয় এর সুযোগ ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর, তাও খাস কলকাতা শহরে !

Advertisements

অভিনেতা মৈনাক ব্যানার্জী (Mainak Banerjee) শুক্রবার একটি পোস্ট একটি বিজ্ঞাপন শেয়ার করেছেন। পোস্টির ক্যাপশনে লিখেছেন ‘নোলানদা, তুমি আমাদের এখানে চলে এসো।” এ সেখানে লেখা রয়েছে যে ইংরেজি সিনেমা ‘ব্যাটম্যান’ এর জন্য খোঁজা হচ্ছে নায়িকা। শুটিং এর জন্য আবেদনকারী অভিনেত্রীকে পৌঁছতে হবে জুন মাসের ৯ তারিখ (9th June) যাদবপুরে (Jadavpur)। আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮-২৮ (18-28 Years) বছরের মধ্যে। বিজ্ঞাপনটিতে যোগাযোগের জন্য একটি ফোন নম্বর ও দেওয়া আছে। পারিশ্রমিকের ব্যাপারে স্পষ্ট জানানো আছে, ৫০০-৭০০ টাকা (Rs. 500-700) স্পট পেমেন্ট পাবেন নির্বাচিত শিল্পী।

   

batman

পোস্টিতে প্রচুর মন্তব্য পড়েছে। অনেকেই পোস্টটি দেখে হেসে গড়িয়ে যাচ্ছেন। তবে তারই মধ্যে একটি উল্লেখযোগ্য মন্তব্য করেছেন একজন সমাজমাধ্যম ব্যবহারকারী। তিনি লিখেছেন “এটি ‘আমি রবীন্দ্রনাথ’এর স্রষ্টাদের পরবর্তী প্রযোজনা হতে পারে। “

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements