বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের মধ্যে অন্যতম গার্গী রায় চৌধুরী (Gargi Roy Chowdhury)। একটা সময় মডেলিংকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন আর সেই সূত্র ধরেই এক সাবান কোম্পানিতে মডেলিং এর কাজ করেন তিনি। সেখান থেকেই অভিনয়ের সুযোগ এসেছে। অন্যদিকে জনপ্রিয় শিশু খাদ্য হরলিক্সের প্রথম বাংলা সংস্করণ বিজ্ঞাপন তাঁকে দেখা গিয়েছিল।
তারপর একের পর এক চলচ্চিত্রে জুটিয়ে অভিনয় করেছেন তিনি। শুধু বড় পর্দা নয় পাশাপাশি ধারাবাহিক জগতে সমানভাবে সাবলীল ভাবে অভিনয় করেছেন তিনি। ২০০৪ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক অভিনীত বাংলা ছবি ‘শুধু তুমি’ মুক্তি পেয়েছিল সেখানে প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন অভিনেত্রী।
তারপর ‘ইতি মৃণালিনী’, ‘খাদ’, ‘ওমা’, ‘হামি’, ‘ময়ূরাক্ষী’, ‘বুনো হাঁস’ এর মত একাধিক কালজয়ী ছবিতে অভিনয় করেছেন তিনি অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘হামি টু’ যা একইভাবে দর্শকদের মন জয় করেছে। তবে এত বছর পরেও অভিনেত্রীর সৌন্দর্যে কোনরকম কমতি নেই, বরং দিন দিন তার সৌন্দর্য আরো বেড়েই চলেছে।
View this post on Instagram
বর্তমানে বিনোদনের পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও একইভাবে সাবলীল। আর দাঁড়ি জল উঠে আসে অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি ঠিক সেরকমই একটি ছবি প্রকাশে এসেছে। যেখানে দেখা যাচ্ছে একটি সুন্দর রেশম এর শাড়ি পড়ে খোলা চুলে রূপের ঝলক দেখাচ্ছেন অভিনেত্রী। আর সাথে রয়েছে স্লিভ লেস ব্লাউজ যা তাঁর রূপকে আরও বাড়িয়ে তুলেছে। অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরাতে পারছেন না তরুণ প্রজন্মও।