Gadar Ek Prem Katha: ফের মুক্তি পেতে চলেছে ‘গদর এক প্রেম কথা’

Gadar Ek Prem Katha

নতুন করে আবার মুক্তি পেতে চলেছে ‘গদর এক প্রেম কথা।’ ২০০১ সালের এই সিনেমা সাড়া ফেলেছিল বক্স অফিসে। সানি দিওল-আমিশা প্যাটেল অভিনীত হিট সিনেমা আবার মুক্তি পাবে হলে, আবার দর্শককে করে দেবে নস্টালজিক।

Advertisements

অভিনেতা সানি দিওল এবং অভিনেত্রী আমিশা প্যাটেল তাঁদের নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খবরটি শেয়ার করেছেন। তাদের অনুরাগীদের উদ্দেশে এই পোস্ট করে জানিয়েছেন ‘গদর এক প্রেম কথা’ আবার হলে মুক্তি পাবে ৯ জুন।

‘গদর এক প্রেম কথা’ দেশ ভাগের সময়ের ঘটনাকে কেন্দ্র করে এক গল্প। মারাত্বক সাড়া ফেলেছিল বক্স অফিসে। ছবির প্রথম অংশে দেখা যায় সানি দিওলের চরিত্র স্ত্রীকে ফিরিয়ে আনতে পাকিস্তানে গিয়েছেন। পরের অংশে এবার দেখা যাবে তিনি তার ছেলেকে ফিরিয়ে আনতে পাকিস্তান গিয়েছেন।

Advertisements

২০০১ সালের এই সিনেমাটি ৪কে তে রূপান্তর করা হয়েছে। সঙ্গে আরও ভালো সাউন্ড সিস্টেম। সিঙ্গেল স্ক্রিনে ফের মুক্তি পাবে ‘গদর এক প্রেম কথা’।

সিনেমার সেকুয়েল ‘গদর ২’ মুক্তি পেতে চলেছে ১১ অগাস্ট।