প্রসেনজিৎ থেকে দেব- জিৎ, টলিপাড়ার অভিনেতাদের কার বিদ্যা কতদূর?

সেলিব্রেটি মানেই তাদের ঘিরে দর্শক মহলের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার অভিনেতাদের (Bengali actors) পার্সোনাল লাইফে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যেই থাকে…

Bengali actors

সেলিব্রেটি মানেই তাদের ঘিরে দর্শক মহলের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার অভিনেতাদের (Bengali actors) পার্সোনাল লাইফে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যেই থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবনের দিকে অনেকের নজর থাকে। অনেকেই জানতে চান তাদের পছন্দের নায়কদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা।

অনেকেরই অজানা বহু ‘টলি কিং’রা অভিনয়ের পাশাপাশি শিক্ষাগত দিক দিয়েও বেশ এগিয়ে। আবার কারও ইন্ডাস্ট্রিতে আসাটাই ছিল স্বপ্ন, এজন্যে তাদের শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি না। আসুন এবার জেনে নেওয়া যাক প্রথম সারিতে থাকা কয়েকজন টলি অভিনেতাদের কে কতদূর পড়াশোনা করেছেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চার শেষ নেই।তাঁর শিক্ষাগত যোগ্যতা কিন্তু বেশ ভালো। অভিনেতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জিৎ
ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে স্নাতক টলিউডের আরেক সুপারস্টার তথা প্রযোজক জিৎ।

দেব
টলিউডের হার্টথ্রব দেব। অভিনেতা, প্রযোজক তথা তৃণমূল -কংগ্রেসের সাংসদ দেব পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি পাশ করেছেন।

যীশু সেনগুপ্ত
বর্তমানে যিশু সেনগুপ্তের ফ্যানেদের সংখ্যা বিপুল। টলি -বলি দুই ইন্ডাস্ট্রিতেই দাপিয়ে কাজ করছেন তিনি। এমন কি দক্ষিণী ছবিতেও দেখা মিলছে তার। হেরেম্ব চন্দ্র কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক যিশু।

আবীর চট্টোপাধ্যায়
টলিউডের মোস্ট হ্যান্ডসাম বললেই আবিরের নাম এক ডাকে সব অনুরাগীদের মুখে। সকলের প্রিয় ব্যোমকেশ বক্সি, আবির চট্টোপাধ্যায় গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ পড়েছেন।

অনির্বাণ ভট্টাচার্য
থিয়েটারের মাধ্যমেই অভিনয়ে হাতে খড়ি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন তিনি।

যশ দাশগুপ্ত
এই মুহূর্তে আলোচনার শীর্ষে থাকেন অভিনেতা ও গত বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। তবে শিক্ষাগত যোগ্যতায় কিন্তু বেশ পিছিয়ে তিনি। তিনি সিবিএসসি বোর্ডের থেকে মাধ্যমিক পাশ করেছেন।

অঙ্কুশ হাজরা
হেরিটেজ ইন্সটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রি পাশ করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।

রুদ্রনীল ঘোষ
কমেডি হোক কিংবা সিরিয়াস চরিত্রে দারুণ পারর্ফমেন্স রুদ্রনীলের। যদিও বিতর্কে বারবার নাম উঠে আসে তাঁর। অভিনেতা রুদ্রনীল ঘোষ নরসিংহ দত্ত কলেজ থেকে বি.এসসি ডিগ্রি পাশ করেছেন।