Ananadamath: বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বড় পর্দায় আসার খবরে খুশি তার বংশধরেরা 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ (Ananadamath) উপন্যাসের গল্প অনুসারে তৈরি হতে চলেছে সিনেমা। কয়েকদিন আগেই উদ্যোক্তারা এই কথা প্রকাশ্যে আনেন। ১৭৭৩ সালের সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে…

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ (Ananadamath) উপন্যাসের গল্প অনুসারে তৈরি হতে চলেছে সিনেমা। কয়েকদিন আগেই উদ্যোক্তারা এই কথা প্রকাশ্যে আনেন। ১৭৭৩ সালের সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন এই আনন্দমঠ। ১৮৮২ সালে ভারতের বাজারে প্রকাশিত হয় এই উপন্যাসটি। ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের ওপর বিশেষ প্রভাব ফেলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chatterjee) লেখা এই উপন্যাসটি। এই উপন্যাসটিকে এবার বড়পর্দায় তুলে আনছেন পরিচালক অশ্বিন গঙ্গারাজু। ছবিটির নাম দেওয়া হয়েছে ‘১৯৭০’। এই ছবিটি মোট ছটি ভারতীয় ভাষায় প্রকাশিত হবে তার মধ্যে রয়েছে হিন্দি, বাংলা ,তেলেগু, মালায়ালাম, কন্নর ও তামিল।

বাঙালির মনের মণিকোঠায় সর্বদা রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার লেখা উপন্যাস আনন্দমঠ যে ছবি হিসাবে মানুষ বড় পর্দায় দেখতে পাবে তা নিয়ে স্বভাবতই আগ্রহী সকল উপন্যাস প্রেমী মানুষেরা। তবে বড়পর্দায় আনন্দমঠ প্রকাশিত হচ্ছে আর সেটির উদ্যোক্তা একজন বাঙালি তা জেনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধররা অত্যন্ত খুশি। এমন একটি সিনেমা তৈরি হচ্ছে আর সেটা প্যান ইন্ডিয়ার হতে চলেছে সেই জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পপৌত্র সজল চট্টোপাধ্যায় বলেন আমি এই বিষয়ে গর্ববোধ করছি। এক্ষেত্রে তিনি ছবির উদ্যোক্তা রামকমল মুখোপাধ্যায়সহ গোটা টিমকে ধন্যবাদ এবং শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

গত বুধবার এই ছবির প্রথম পোস্টার ও ভিডিও টিজার দর্শকদের সামনে এসেছে। এরপর থেকেই আবেগপ্রবণ বাঙালি এই সিনেমার জন্য মুখর ভাবে অপেক্ষা করছে। গত ৮ ই এপ্রিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১২৮ তম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবার পর এই ছবির কথা সামনে আনেন উদ্যোক্তারা। চিত্রনাট্য লিখেছেন রাজা মৌলির বাবা ভি বিজয়েন্দ্র প্রসাদ। ছবিতে মুখ্য চরিত্রদের ভূমিকায় একাধিক পরিচিত নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে আছেন প্রভাস, রামচরণ ,বিজয় সেতুপতি।