ছোট পর্দার দুই বৌমা বাস্তবে সাপে-নেউলে

শুরু থেকেই টিআরপি তালিকায় শীর্ষস্থানটি দখল করে রেখেছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। একদিকে সিদ্ধার্থ এবং মিঠাইয়ের কেমিস্ট্রির, যেই জুটির দিকে সর্বক্ষণ চোখ রেখে চলেছে…

শুরু থেকেই টিআরপি তালিকায় শীর্ষস্থানটি দখল করে রেখেছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। একদিকে সিদ্ধার্থ এবং মিঠাইয়ের কেমিস্ট্রির, যেই জুটির দিকে সর্বক্ষণ চোখ রেখে চলেছে তোর্সা। অপরদিকে রুদ্র-নীপার খুনসুটিতে মোজেছিল টেলিদর্শকরা। তাই খুব সহজেই মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু মন জয় করে ফেলেছে বাড়ির গৃহিণীদের। অপরদিকে জি বাংলার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক হলো ‘এই পথ যদি না শেষ হয়’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা।

এবার পর্দার বাইরে লড়াই করতে দেখা গেল মিঠাই এবং ছোটপর্দার ঊর্মিকে। সদ্যই আইসিসিআর এর বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সেরা প্রতিভাময়ী অভিনেত্রী খেতাবের জন্য মনোনয়ন পেয়েছিল ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং ‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত অভিনেত্রী অন্বেষা হাজরা। যদিও এই প্রতিযোগিতায় জয় হয়েছে অন্বেষা হাজরা।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী এদিন খেতাব লাভ করার পরে তার ধারাবাহিকের সঙ্গে যুক্ত সমস্ত নির্মাতা এবং কলাকুশলীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুগামীদের উদ্দেশ্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

   
Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News