Fighter Hrithilk: প্রচার ছেড়ে জন্মদিন পালনে মত্ত হৃত্বিক

Fighter Hrithilk

Fighter Hrithilk: ‘ফাইটার’ মুক্তির ব্যস্ততায় জন্মদিন পালনে মাতলেন হৃতিক রোশন! সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে দীপিকা এবং হৃতিকের অভিনীত প্রথম সিনেমা। তবুও এখনও চলছে ছবির প্রচার। সাধারণত ছবির মুক্তির সপ্তাহে নাভিশ্বাস ওঠার উপক্রম হয় অভিনেতাদের। কিন্তু ব্যস্ততার মাঝেই কাছের মানুষের জন্য সময় বের করতেই হয় অভিনেতাদের। সেই পথেই হাঁটলেন অভিনেতা হৃতিক। নিজে দাঁড়িয়ে থেকে কেক কেটে খুব কাছের মানুষের জন্মদিন পালন করলেন।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন হৃতিক। সেখানে এক ব্যক্তিকে জন্মদিনের কেক কাটতে দেখা যাচ্ছে। পাশে দাঁড়িয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন হৃতিক। অভিনেতা লিখেছেন, ‘‘সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা যিনি আমায় ডানা মেলতে হাওয়ার কাজ করেন। সুশীল তোমাকে আমার টিমে পেয়ে আমি গর্বিত।’’ আসলে ওই ব্যক্তির নাম সুশীল শর্মা। তিনি হৃতিকের ব্যক্তিগত সহকারী। অভিনেতার ব্যস্ত শিডিউল মূলত সুশীলই দেখভাল করেন।

   

হৃতিকের পোস্ট করা এই ভিডিয়োর নীচে অনেকেই নানা মন্তব্য করেন। তবে নজর কাড়ে কিছু জনপ্রিয় অভিনেতার কমেন্ট। তরদ্ধে অভিনেতার বাবা রাকেশ রোশন এবং মা পিঙ্কি রোশন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাই ছবি মুক্তির চাপ থাকলেও কাছের মানুষের জন্মদিন পালনের জন্য সময় বের করেছেন সুপারস্টার। হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজ়ান খানও সুশীলকে বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি দিদি সুনয়না রোশনের জন্মদিনে তাঁকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানান হৃতিক ছোটবেলার এক ছবি দিয়ে। যেখানে দেখা যাচ্ছে হৃতিক পরম নিশ্চিন্তে মাথা হেলিয়ে রেখেছেন ঝাঁকড়া চুলের এক শিশুকন‍্যার কাঁধে। সেই মেয়ের চোখেমুখেও ভরপুর দুষ্টুমির ছাপ। ছবিতে স্পষ্ট দিদি-ভাইয়ের খুনসুটি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন