Rituparna Sengupta: নির্বাচনে ফিরদৌসে আহমেদের বিপুল ভোটে জয়লাভ করার পর এই প্রথম বাংলাদেশ ঋতুপর্ণা সেনগুপ্ত। মহানায়িকা সুচিত্রা সেনের স্মরণে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছেছেন নায়িকা। সেখানেই উপস্থিত ছিলেন ফিরদৌস। মঞ্চে অভিনেতার ঋতুপর্ণাকে নিয়ে এমন কিছু মন্তব্য সামনে এসেছে, যা শুনে বাড়ছে জল্পনা, রাজনীতিতে ঋতুপর্ণা (Rituparna Sengupta)!
ফিরদৌস এদিন ঋতুপর্ণাকে নিয়ে নিজের বিশেষ বক্তব্যে বলেন, ‘ঋতুপর্ণাকে আমি গত ২৫ বছর ধরে চিনি। ওকে আমি খুব কাছ থেকে দেখেছি। ও ভীষণ মানুষকে নিয়ে ভাবে, মানুষের পাশে থাকে। মানব সেবার জন্য যা যা গুণ থাকা প্রয়োজন সব আছে ওর। আমি ওর থেকেই শিখেছি। ওর কাজ আমায় প্রভাবিত করেছে।’
অভিনেতা আরও বলেন, ‘আমি চাইব মানবকল্যাণের জন্য যেন তিনি আমার দেখানো পথেই হাঁটেন। রাজনীতিতে আসেন। আমাকে যদি আমাদের প্রধানমন্ত্রী এই ক্ষমতাটুকু না দিতেন তাহলে কিন্তু আমি মানুষের জন্য কাজ করতে পারতাম না। তাই আমি চাই ভারত সরকার যেন এই বিষয়টা বিবেচনা করেন। তাহলে আমরা দুই বন্ধু মিলে ভারত বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক আরও ভালো করতে পারব।’
বাংলাদেশ-ভারতের বন্ধুত্বকে আরও দৃঢ় করতে ফিরদৌসের এই বক্তব্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তার (Rituparna Sengupta) মনে কতটা দাগ কেটেছে। কিংবা তিনি সত্যিই পরবর্তীতে রাজনীতিতে আসতে চান কিনা। সে কথা তো সময় বলবে।
View this post on Instagram