Feluda Movie: প্রদোষ চন্দ্র মিত্তির ওরফে ফেলুদা। বাঙালির খুব কাছের একটি চরিত্র। বাচ্চা থেকে বুড়ো সকলেই চেনেন, জানেন ও ভালোবাসেন সত্যজিৎ রায়ের এই কালজয়ী সৃষ্টিকে। সোনার কেল্লার হাত প্রথম বড়পর্দায় গোয়েন্দাগিরি চলেছিল ফেলুদার। আর এবার? পরিচালক দিবাকর ব্যানার্জির হাত ধরে সোজা বলিউড যাত্রা করবেন প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা। ব্যোমকেশকে ছাপিয়ে বক্স অফিসে চলবে ব্যবসা। এই সব নিয়ে কী বলছেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়।
সম্প্রতি এক পডকাস্ট শো-তে ব্যোমকেশ পরিচালক দিবাকর জানিয়েছেন, তিনি অভয় দেওলকে কাস্ট করতে চেয়েছিলেন বলিউডের ফেলুদা চরিত্রে। কিন্তু, তারপর কোনো ব্যক্তিগত কারণে তা আর হয়ে ওঠেনি।’শোনা গিয়েছে, ফেলুদার কোনো গল্প বলতে গেলে সন্দীপ রায়ের অনুমতি দরকার। আর সেই অনুমতি এখনও আসেনি। সত্যজিৎ পুত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। ভবিষ্যতে হলে ভেবে দেখবেন অবশ্যই। অর্থাৎ ফেলুদাকে হিন্দি জগতে আনতে একেবারেই ‘না’ করছেন না সন্দীপ রায়।
উল্লেখ্য, পরিচালক দিবাকর ব্যানার্জির কাজের প্রশংসায় পঞ্চমুখ বলিউড। অভয় দেওলও বলেছিলেন যে দিবাকর একজন জিনিয়াস। সত্যিই তাই। 2015 সালে বাঙালির আইকনিক সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে সুশান্ত সিং রাজপুতের হাত ধরে বলিউডে নিয়ে গিয়েছিলেন দিবাকর। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে ছবিটি। তবে ফেলুদা নিয়ে কিন্তু বরাবরই ইমোশনাল বাঙালি। সব্যসাচী, সৌমিত্রের পর আর সেভাবে কাউকে মনে ধরাতে পারেননি তাঁরা। এবার সময় বলবে অভয় দেওল ফেলুদা হয়ে ফিরলে বাঙালির কতটা মনপসন্দ হতে পারেন তিনি।