ফের সঙ্গীত দুনিয়ায় নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কেকে (KK)। মঙ্গলবার কলকাতাতেই প্রয়াত হয়েছেন তিনি। নজরুল মঞ্চেই জীবনের শেষ অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন গায়ক। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath) বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন।
মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫৪ বছর। সংগীতজগতের বিরাট পতন ১৯৬৮ সালে জন্ম হয়েছিল কে কের। ২০২২, ৩১ মে অনুষ্ঠান মঞ্চে মৃত্যু তাঁর। হাসপাতালে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস। সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী বলেছেন, জনপ্রিয় গায়ক তিনি। তার মৃত্যুর মানতে পারা যাচ্ছে না। শিলাজিৎ জানিয়েছেন, বিশ্বাস করতে পারছি না তিনি চলে আয় চলে গেছে। আজও তার গান মাতিয়ে রেখেছে তার ভক্তদের। পর্দার পেছনে নয়, মঞ্চ চেয়ে মাতিয়ে রাখতেন তিনি।
পড়েছে বলিউড। একের পর এক শোকবার্তায় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতার CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানেই কে কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। একইসঙ্গে চিকিৎসকেরা জানিয়েছেন যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে গায়কের। ৯০-এর দশক মাতানো তাঁর গান, আজও জীবন্ত।
সেই প্রানোচ্ছ্বল, সদা হাস্যময় এক অদ্ভুত মানুষ চলে গেলেন সঙ্গীতের মঞ্চ থেকেই। নজরুল মঞ্চে মঙ্গলবার সন্ধ্যায়ও চুটিয়ে গান করেছেন তিনি। কিন্তু তার পরেই ছন্দপতন। সকলের হাস্যকর মুখ আচমকাই কান্নায় ভেসে পড়ল। গায়কের অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউই।