পাহাড় সমান জাল নোট উদ্ধার করল পুলিশ

বড়সড় জাল নোট চক্রের পর্দাফাঁস করল পুলিশ। জানা গিয়েছে, বিকানেরে জাল নোটের একটি চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। পুলিশের বেশ কয়েকটি দল জেএনভিসি থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যত জাল নোটের পাহাড় উদ্ধার করেছে। পুলিশ নোটটি মুদ্রণের জন্য প্রিন্টার এবং মেশিনটিও উদ্ধার করেছে।

Advertisements

আইজি ওমপ্রকাশের নির্দেশে পুরো অপারেশনটি নেওয়া হয়েছিল। এক কোটির ওপরে জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এ পর্যন্ত ছয় অভিযুক্তকে বিভিন্ন স্থানে আটক করা হয়েছে। অভিযুক্তরা নোখা ও বিকানেরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ২ হাজার ও ৫০০ টাকার জাল নোট-সহ উন্নত মানের কাগজও পেয়েছে পুলিশ।

Advertisements

তথ্য অনুযায়ী, হাওয়ালা ব্যবসায় জাল নোট ব্যবহার করা হত। জাল নোটগুলি স্থানীয় দোকানগুলিতে ছড়িয়ে দেওয়ার পরিবর্তে সরাসরি হাওয়ালায় ঢোকানো হচ্ছিল, যাতে কেউ এটি সম্পর্কে অবগত না হয়।
আগের দিনই আইজি ওম প্রকাশ পাসওয়ান এ বিষয়ে তথ্য পেয়েছেন বলে জানা গিয়েছে। যার পরে রিপোর্ট দেওয়া হয় পুলিশের গোয়েন্দা দলকে। এই দলটিই জাল নোটের দলটিকে ফাঁস করেছিল।