অভিনেতা হওয়ার স্বপ্নেই ছেড়েছিলেন বি-কম, কেমন ছিল ‘পঞ্চায়েত’-খ্যাত প্রহ্লাদ এর জীবন?

faizal malik

পঞ্চায়েত সিরিজে প্রহ্লাদ জির চরিত্রে অভিনয় করে দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন ফয়জল মালিক। পরপর তিনটি সিজনে অভিনয় করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে খ্যাতি অর্জন করতে তাকে পেরোতে হয়েছে দীর্ঘ পথ, করতে হয়েছে তুমুল সংগ্রাম। ২০২২ সালের এক সাক্ষাৎকারে প্রথম নিজের জীবনের কঠিন লড়াইগুলির কথা তুলে ধরেন ফয়জল মালিক। এই সাক্ষাৎকারে তার মুম্বাই আসার কাহিনীও জানান তিনি।

Advertisements

এলাহাবাদের মধ্যবিত্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেন ফয়সাল। পড়াশোনায় মেধাবী ছিলেন না বলেই শোনা যায়। বি-কম পড়া কালীন বাবাকে তার অভিনেতা হওয়ার এবং পরিচালনা করার ইচ্ছের কথা প্রকাশ করেন ফয়সাল। ছেলের ইচ্ছেতে বাধা দেননি বাবা। এরপরই লেখাপড়া ছেড়ে মুম্বাই পাড়ি দেন ফয়সাল।

ফয়জলে মুম্বইতে আসার কয়েকমাস পরে প্রথম কাজপান ২০০৪ সালে সাহারা চ্যানেলে প্রোমো এডিটরের হিসেবে। এই চ্যানেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রোমো এডিটর, রিয়েলিটি শো প্রোডিউসার, লাইন প্রোডিউসারের দায়িত্বও সামলান তিনি ।তবে কাজের বেতন ছিল মাসে মাত্র ৭০০ টাকা। এখানে কাজ করা কালীন তাঁর সঙ্গে আলাপ হয় কুমুদ শাহীর। ২০১১ সালে বিয়ে করেন তারা।

Advertisements

এরপরই পরিচালক অনুরাগ কাশ্যপের নজরে পড়ে যান তিনি। তার কাছে আসে ‘গ্যাংস অফ ওয়াসিপুর ২’ ছবিতে গোপাল সিংয়ের চরিত্রের প্রস্তাব। এটাই ছিল তার প্রথম ব্রেক । এই ছবিতে ইনস্পেক্টর গোপাল সিংয়ের ভূমিকায় অভিনয় করেন খ্যাতি অর্জন করেন তিনি। এর পরেই আসে টিভিএফ প্রযোজিত ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ এ প্রহ্লাদজির চরিত্রে অভিনয়ের সুযোগ। আর ফিরে তাকাতে হয়নি তাকে।

প্রসঙ্গত, ২০ বছর ধরে মুম্বই চলচিত্র জগতে কাজ করছেন ফয়সাল। তবে তিনি জানিয়েছেন যে সাফল্যের মাঝেও তার মনে পরে ফেলে আসা সংগ্রামের দিনগুলি, যখন অভাবের কারণে কখনও স্টেশনেও রাত কাটাতে হয়েছে তাকে।