বিশ্বের জনপ্রিয় পপ গায়ক এড শিরান (Ed Sheeran) বর্তমানে ভারত সফরে আছেন। তিনি “+–=÷×” কনসার্ট (গণিত সফর) করছেন। ভারতের বিভিন্ন শহরে কনসার্ট প্রদর্শন শেষে এড শিরান। তবে তার সফরের অন্যতম বিশেষ মুহূর্তটি ছিল কলকাতা থেকে শিলং যাওয়ার পথে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সঙ্গে দেখা করার। ব্রিটিশ পপস্টার এড শিরান যে ভারতীয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের ভক্ত, তা বহুবার প্রকাশ্যে এসেছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে লন্ডনে এক কনসার্টে একসঙ্গে মঞ্চ ভাগ করে নেন এড শিরান (Ed Sheeran) এবং অরিজিৎ সিং (Arijit Singh) । তাদের জমজমাট পারফরম্যান্স দেখে শ্রোতারা মুগ্ধ হয়ে যান। এরপর অক্টোবর মাসে এক জ্যামিং সেশনে আবারো একে অপরের সঙ্গে সময় কাটান তারা। এড শিরান তখন উচ্ছ্বসিতভাবে অরিজিৎ সিংকে জড়িয়ে ধরেছিলেন, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। সেই সম্পর্কের ধারা বজায় রেখে এবারে ভারতে শো করতে এসে কলকাতা থেকে শিলং যাওয়ার পথে এড শিরান সরাসরি চলে যান অরিজিতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, তাঁর বাড়িতে।
অরিজিৎ সিং (Arijit Singh) বরাবরই মিডিয়া থেকে দূরে থাকতে পছন্দ করেন। তাই তাদের সাক্ষাৎকারের কোনো ছবি তিনি এখনও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেননি। জিয়াগঞ্জের বাড়ি ভ্রমণ শেষে এড শিরান রওনা হয়েছেন পরবর্তী কনসার্ট শিলংয়ের উদ্দেশ্যে।
এড শিরান (Ed Sheeran) ভারতে আসার পর পুনে, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু হয়ে শিলংয়ে শো করছেন। তার সফরের শুরুতেই, বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ফুটপাতে গান গেয়ে পুলিশি বিপাকে পড়েছিলেন তিনি। পুলিশি অনুমতি থাকলেও, নিরাপত্তার কারণ দেখিয়ে তার স্ট্রিট পারফরম্যান্স বন্ধ করে দেয় বেঙ্গালুরু পুলিশ। তবে এই ঘটনা দেশের বিভিন্ন জায়গায় চর্চার বিষয় হয়ে ওঠে।