৬৫ কোটির দুর্নীতির অভিযোগে তল্লাশি, ডিনো মোরিয়ার বাড়িতে ED

ED raids Dino Moreas residence

মিথি নদী সাফাই প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার মুম্বই ও কেরলের ১৫টিরও বেশি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা ডিনো মোরিয়া, বিএমসি–র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রশান্ত রামুগাড়ে এবং একাধিক ঠিকাদার।

প্রায় ₹৬৫ কোটির আর্থিক তছরুপের অভিযোগে এই তল্লাশি চালানো হয়েছে, যার তদন্ত চলছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে। এর আগে মামলাটি নথিভুক্ত করেছিল মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (EOW)।

   

ডিনো মোরিয়া কেন তদন্তের আওতায়?

বলিউড অভিনেতা ডিনো মোরিয়া শিবসেনা (উদ্ধব বলয়) নেতা আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁকে এর আগে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে EOW। এখন ED তাঁর আর্থিক লেনদেন ও অন্যান্য সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখছে।

কী নিয়ে দুর্নীতির অভিযোগ? ED raids Dino Moreas residence

২০০৭ থেকে ২০২১ সালের মধ্যে মিথি নদী ডেসিল্টিং প্রকল্পে কাজ না করেই বিল তৈরি করে বিপুল টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। ১৩ জনকে অভিযুক্ত করেছে EOW, যার মধ্যে রয়েছেন বিএমসি–র আধিকারিক ও একাধিক ঠিকাদার।

তদন্তকারীদের দাবি, বিশেষ ধরনের ড্রেজিং মেশিন ভাড়ার দরপত্র ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কিছু সংস্থার পক্ষে সাজিয়ে দেওয়া হয়েছিল। তাতেই কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়ে মুম্বই পুরসভা (BMC)।

মিথি নদী ও তার বাস্তব চিত্র

মুম্বইয়ের মধ্য দিয়ে প্রবাহিত মিথি নদী প্রতি বর্ষায় প্লাবনের কারণ হয়ে ওঠে। জলমগ্নতা রুখতে প্রতি বছর নদী সাফাইয়ের জন্য মোটা অঙ্কের বাজেট বরাদ্দ হয়, কিন্তু বাস্তবে কাজ কতটা হয়, তা নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠছিল। এবার তা পৌঁছল তদন্ত পর্যায়ে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন