মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই সলমন খানের (Salman Khan) আগমনে মেতে উঠবে গোটা শহরবাসী। সেই নিয়ে এখন চরম ব্যস্ততা লাল-হলুদ (East Bengal) তাঁবুতে। বছর কয়েক আগে ক্লাবের শতবর্ষ উপলক্ষে এই বলি তারকার আশার কথা থাকলেও সেবার করোনা পরিস্থিতি বিরাট আকার ধারন করায় সেরকম কোনো কিছুই করা সম্ভব হয়ে ওঠেনি।
তবে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে গোটা পরিস্থিতি। তাই এবার জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজিত হচ্ছে গোটা অনুষ্ঠান। তবে চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় “মোকা”। সকলের আশঙ্কা কোনোভাবেই যেন ভেস্তে না যায় এই অনুষ্ঠান। তবে এবার উঠে এলো নয়া তথ্য। জানা গিয়েছে, কোনো কারন বশত এই অনুষ্ঠান বাতিল হলেও বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে ক্লাব ও আয়োজিত সংস্থার তরফে।
তবে আগামীকাল ভালোয় ভালোয় গোটা অনুষ্ঠান কেটে যাক, এমনই কামনা সকলের। আসলে বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ভাইজান কে দেখতে মুখিয়ে অনুরাগীরা। তবে শুধু সলমন খান’ই নয়, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের জনপ্রিয় তারকা জ্যাকলিন ফার্নান্দেজ সহ সোনাক্ষী সিনহা সহ প্রভুদেবা,কামাল খান, গুরু রানধাওয়া ও আয়ুষ শর্মার মতো ব্যক্তিত্বরা।জানা গিয়েছে, কাল রাতেই শহর কলকাতায় পা রেখেছেন জ্যাকলিন। এছাড়াও ভাইজান সহ বাকিদের আশার কথা রয়েছে আজ। তাই আর অপেক্ষা বাড়াতে চাইছেন অনুরাগীরা। তবে শেষ পর্যন্ত যদি প্রাকৃতিক দুর্যোগের কাছে মাথা নোয়াতে হয় তাহলে কি পরিকল্পনা নেওয়া হবে আয়োজকদের তরফে?
জানা গিয়েছে, যদি কোনো কারনবশত এই অনুষ্ঠান বাতিল করা হয় তাহলে দর্শকদের চিন্তা করার কোনো কারন নেই। এক্ষেত্রে অন্য একটি দিন দেখে গোটা অনুষ্ঠানটি কে রিশিডিউল করা হবে। তাই যারা টিকিট কেটেছেন, ওই একই টিকিট দিয়েই পরের অনুষ্ঠানটি দেখা যাবে। তবে আদৌও এমন কিছু হবে না বলেই মত ক্লাব কর্তাদের। তাই নির্ভয়ে টিকিট কাটতে পারেন সকলেই। তবে ক্লাবের মেম্বারদের তরফ থেকে বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, কোনো ব্যক্তি তার মেম্বারশিপ কার্ড টি দেখিয়ে টিকিট সংগ্রহ করতে আসলে, যেকোনো ক্ষেত্রেই তাকে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।