কলকাতার রাস্তায় আক্রান্ত গায়ক দুর্নিবার সাহা! কী ঘটল গায়কের সঙ্গে?

শহরের রাস্তায় আক্রান্ত গায়ক দুর্নিবার সাহা ও তাঁর স্ত্রী। শনিবার সোশাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন গায়ক। সেখানে তিনি জানিয়েছেন যে তাঁদের পোষ্যকে স্নান করতে গিয়ে…

শহরের রাস্তায় আক্রান্ত গায়ক দুর্নিবার সাহা ও তাঁর স্ত্রী। শনিবার সোশাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন গায়ক। সেখানে তিনি জানিয়েছেন যে তাঁদের পোষ্যকে স্নান করতে গিয়ে দক্ষিণ কলকাতার রাস্তায় ঘটে এই ঘটনা। তাঁর সোশালমিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে পুরো ঘটবার বিবরণ জানিয়ে তার ক্যাপশনে গায়ক লিখেছেন, “আমার শহরের মানুষগুলো এরকম ছিল না। “

জানা গেছে যে দুপুর বেলায় রাস্তার মাঝে কোনও সাইনবোর্ড ছাড়াই কাজ করছিলেন একদল মানুষজন। তাড়া থাকায় তাঁদেরকে হর্ন বাজিয়ে রাস্তা থেকে দাঁড়ানোর ইঙ্গিত দেন দুর্নিবার। তবুও সরেননি তাঁরা। এরপর গাড়ির কাঁচ খুলে তাঁদের শর্তে বলেন গায়ক। এরপরেই সেই ব্যক্তিরা আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ করেছেন দুর্নিবার। গাড়ি থেকেনেমে ঘটনার প্রতিবাদ করতে গেলে গায়কের ওপর চড়াও হন ওই ব্যক্তিরা। তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন গায়ক।

   

এরপর গায়ক জানিয়েছেন যে গাড়ি থেকে নেমে পড়েন তাঁর স্ত্রী। মোহর মন্তব্য করেন, “সাহস থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখান।” তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন একদল মহিলা। তাঁরা মোহরকে ধাক্কা দেন বলে অভিযোগ করেছেন তিনি। এরপর কাঠের দল নিয়ে তেড়ে আসেন তাঁরা। মানুষজনকে সজাগ করেই এই ভিডিও আপলোড করা হয়েছে বলে জানিয়েছে গায়ক দুর্নিবার। তাঁদের পরামর্শ, “যাদের চোখেমুখে অশিক্ষার ছাপ, তাদের থেকে দূরে থাকুন। লোক জড়ো হয়ে যায় সেখানে।”

দুর্নিবার জানিয়েছেন যে শুধু রাতে নয়, এখন দিনেও কোলকাতাতে ঘটছে এমন ঘটনা। গায়ক তাঁর পোস্টের মন্তব্য বিভাগে জানিয়েছেন যে নেতাজি নগর থানার এসিপি অলোক সান্যাল, থানার ওসি মিঃ লামা এবং দায়িত্বরত পুলিশের কর্মকর্তা অত্যন্ত সহযোগিতামূলক ব্যবহার করেছেন তাঁদের সঙ্গে। থানায় ইতিমধ্যেই একটি ফৌজদারি এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন গায়ক। নামী সংবাদমাধ্যম সূত্রে খবর একটি সরকারি হাসপাতালেপ্রাথমিক চিকিৎসা করিয়েছেন দম্পতি।