সুন্দরবনের মানুষদের জীবনের গল্প নিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দোআঁশ। আগামী ৫ জুলাই বড় পর্দায় আসতে চলেছে ছবিটি। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শ্রীতমা দে(ঝুমরি), অনুভব কাঞ্জিলাল(দিবাকর) এবং সঞ্জিতা মুখোপাধ্যায় (সারথী)। এছাড়াও পায়েল রায়, কিংশুক গঙ্গোপাধ্যায়, নিমাই শ্যাসমল এবং আরও অনেকে এই ছবিতে অভিনয় করেছে। আরও জানা গিয়েছে যে প্রযোজনার দায়িত্বে আছেন প্রযোজক সুমনা কাঞ্জিলাল। ‘মোজোটেল এন্টারটেইনমেন্টস এন্ড ডিস্ট্রিবিউশন’-এর ব্যানারে আসছে এই ছবি।
অভিনেত্রী শ্রীতমা দে কলকাতা ২৪x৭কে ফোনে জানালেন, ”গত বছর মার্চ মাসের দিকে এই ছবির শুটিং হয়েছিল। তবে এক বছরের বেশী সময় কেটে গেলেও আমি সুন্দরবনকে ভুলতে পারিনি।খুব ভাল সময় কাটিয়েছি ওখানে। চরিত্রটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল।’ একটু থেমে তিনি আরও জানালেন যে, ” সুন্দরবনের মধু সংগ্রহ নিয়ে গপ্পটা শুরু। আমি ঝুমরির চরিত্রে অভিনয় করেছি যে ঠাকুমার কাছে থাকে। আমার মা-বাবা এই গল্পে ছোট বেলায় মারা গিয়েছি। একটা প্রেম আছে। প্রতিদিনের গল্প আছে। বেঁচে থাকার কথা আছে।”
এই ছবিটি পরিচালনা করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়ের। তিনি সংবাদমাধ্যকে জানিয়েছেন যে গল্পটার পরিকল্পনা প্রায় ১২-১৩ বছর ধরে চলেছে একটু একটু করে। সুন্দরবনকে এতকাল মানুষ যেভাবে চিনেছেন তার বাইরে বেরিয়ে এসে চিনবেন এই ছবির মাধ্যমে। ‘ঠিকাদার’-রা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে রাজ করেন। তাঁদের কথাই শেষ কথা।