Milind Soman: এই কাজটি করলে তোলা যাবে মিলিন্দ সোমনের সঙ্গে সেলফি

Milind Soman

মুম্বই: মিলিন্দের (Milind Soman) সঙ্গে ছবি তুলতে চান? তবে আপনাকে দিতে হবে ডনবৈঠক। মহিলাকে দিতে হবে অন্তত ১০ টি এবং পুরুষ হলে সেটি হবে দ্বিগুণ। তবে অন্তঃসত্ত্বা, আহত ও ইউনিফর্ম পরাদের জন্য এই নিয়ম নেই। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন মিলিন্দ নিজে। সেই সঙ্গে শেয়ার করেছেন ভক্তদের ছবি যাঁরা ডনবৈঠক দেওয়ার পর সেলফি তুলতে পেরেছেন অভিনেতার সঙ্গে।

সম্প্রতি জানা গিয়েছে, রাস্তাঘাটে কোথাও মিলিন্দ সোমনের সঙ্গে কোনও ভক্তের দেখা হলে, যদি সেই ভক্ত সেলফি তোলার অনুরোধ করেন, তবে তাঁকে দিয়ে একটি কাজ করান মিলিন্দ কেন এমন নিয়ম চালু করেছেন মিলিন্দ? সেকথা নিজের জানিয়ে দিয়েছেন

   

 তিনি লিখেছেন, ‘ আজ থেকে আরও ভালো কালকের জন্য প্রস্তুতি নিতে হবে। তাই আলসেমিকে জয় করতে হবে। সেজন্য নিজেকে ফিট রাখতে হবে। তাই আমার এই নিয়ম। ডনবৈঠক দিয়ে সেলফি তোল, না পারলে তোলা যাবে না যাবে না। এর আসল কারণ ছিল যাতে মানুষ সেলফি তুলতে না চান, কিন্তু আমার উপলব্ধি হল, খুশি খুশি মোটামুটি সকলেই ডনবৈঠক দিতে রাজি হয়ে যান।’

অভিনেতা, মডেল, ফিটনেস গুরু মিলিন্দ সোমন। তার জন্য আট থেকে আশির মহিলাদের মনে বিরাট জায়গা তাঁর জন্য। অভিনয় ও মডেলিংয়ের চেয়ে ইদানীং তাঁকে ফিটনেস গুরু হিসেবেই বেশি দেখা যায়। মাঝে মাঝেই ম্যারাথন কিংবা নানা ধরনের কঠিন ওয়ার্কআউটের ছবি ও ভিডিও পোস্ট করে বাকিদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন