বাংলা ছেড়ে আরব সাগর তীরে চললেন ‘রানি মা’ দিতিপ্রিয়া

বায়োস্কোপ ডেস্ক: আমাদের সবার প্রিয় রানিমা একের পর এক চমক দিয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন রানী রাসমণিতে তাঁর পর্ব শেষ হয়ে যাওয়ার পর থেকেই। কখনো…

Ditipriya Bollywood

short-samachar

বায়োস্কোপ ডেস্ক: আমাদের সবার প্রিয় রানিমা একের পর এক চমক দিয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন রানী রাসমণিতে তাঁর পর্ব শেষ হয়ে যাওয়ার পর থেকেই। কখনো নিজের লুক সম্পূর্ণ বদলে ফেলে আবার কখনো দারুন ফটো শুটে নিজের পরিচিত ইমেজকে ক্রমাগত ভাঙ্গার চেষ্টা করছেন তিনি। রাণীমার ইমেজ থেকে বেরিয়ে এবার তাকে, কখনো দেখা যাচ্ছে সম্পূর্ণ বোল্ড লুকে, আবার কখনো সাবেকি বাঙালি রূপে। দিতিপ্রিয়ার বর্তমান ক্যারিয়ারে মূলত ভর্তি একের পর এক ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ এবং ছবি দিয়ে।

   

ওয়েব সিরিজের পাশাপাশি চলছে বড় পর্দার কাজ। পরিচালক পাভেল এর আগামী ছবি, ঋত্বিক চক্রবর্তী অর্জুন চক্রবর্তীর সঙ্গে আসছে দিতিপ্রিয়া রায়ের ছবি ‘মুক্তি’। তবে এর মধ্যেই নিজের অনুরাগীদের জন্য দারুণ চমক দিলেন দিতিপ্রিয়া। এবার দিতিপ্রিয়াকে পর্দায় অভিনয় করতে দেখা যাবে মুম্বাইয়ের দাপুটে কাস্টিং ডিরেক্টর থেকে অভিনেতা ‘পাতাললোক’ এর ‘হাতোরা তিয়াগি’ খ্যাত অভিষেক ব্যানার্জির সঙ্গে।

তবে কোন জুটি হিসেবে নয় বরং ভাই বোন হিসেবে। শুটিং শেষ হবার পর সেই ছবি শেয়ার করলেন দিতিপ্রিয়া। যে দৃশ্যের পরে এই ছবি শেয়ার করেছেন দিতিপ্রিয়া, তা হয়তো ছিলো ভাইবোনের মারামারির দৃশ্য। তাই এই ছবি শেয়ার করে তার নিচে দিতিপ্রিয়ার ক্যাপশন,’ শেষ পর্যন্ত শিখলেন কীভাবে ভাইবোনেরা চুলোচুলি করে।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

গতকালই মুম্বাইয়ের শুটিং শেষ করেছেন দিতিপ্রিয়া। এবার কলকাতায় ফেরার পালা। ব্যাক-টু-ব্যাক কাজ নিয়ে দিতিপ্রিয়ার ঘড়ি আপাতত রেস্ট করার সময় পর্যন্ত পায়না। বাংলা থেকে হিন্দি তৈরি হয়েছে শুধুমাত্র তার কর্ম দক্ষতা এবং ডেডিকেশন- এ। এই কথা শোনা যায় টলিউডের অন্দরমহলে কান পাতলেই। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সমান মনোযোগী তিনি।

পছন্দের অভিনেত্রীর নতুন এই যাত্রার জন্য প্রচুর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তার অনুরাগীরা। এক কথায় তাদের মতে দিতিপ্রিয়া ‘ধন্যি মেয়ে’।

শুধু তাই নয় এইবার মহালয়ার দিন দিতিপ্রিয়ার নয়া চমক দেবী দুর্গা রূপে ‘দিতিপ্রিয়া’।জি বাংলার ‘রানী রাসমণি’ খ্যাত এই অভিনেত্রীকে স্টার জলসাতে ‘দুর্গা’ রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামাম বাংলা।