Ditipriya Roy: হটলুকে অনুরাগীদের কালঘাম ছোটালেন দ্বিতিপ্রিয়া রায়

Ditipriya Roy

মাত্র ১৫ বছর বয়সে অভিনয়ের জন্য মাথার চুল করেছেন সাদা (Ditipriya Roy)। গোটা বাংলা তাকে চেনে রানি রাসমনি নামে। ভালবাসা, সম্মান, খ্যাতি, অর্থ-সব পেয়েছেন ‘করুণাময়ী রাসমনি’ ধারাবাহিক থেকে। আর এখন রাসমনি ইমেজ ভাঙতে মরিয়া তিনি। চুলের কাটিং থেকে পোশাক বদল এসেছে সব কিছুতে। সম্প্রতি বোল্ড ফটোশ্যুটও করেছেন তিনি। যা ইনস্টাগ্রামে পোস্ট করতেই বন্যা বয়েছে লাইক-কমেন্টের।

Ditipriya Roy

   

শুভশ্রীর প্রিয় খাবার সঙ্গে রেসিপি

ছবি গুলিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে ডেনিম জিন্স, সাদা শার্ট তারওপর ডেনিম ব্রালেটে। হট এই লুকে অনুরাগীদের কালঘাম ছুটিয়ে দিয়েছেন তিনি। (Ditipriya Roy ) যদিও হট অবতারে এটা প্রথম শ্যুট নয়। তাছাড়া দ্বিতিপ্রিয়ার রিসেন্ট ইনস্টাগ্রামের ছবি গুলো দেখলে কোনও মিলই

Ditipriya Roy

‘শ্যটের মাঝে হঠাৎ নাক ডাকার আওয়াজ’ তিয়াসা রায়

খুব ছোটবেলায় অভিনয়ে এসেছিলেন দ্বিতিপ্রিয়া। একের পর এক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। তবে রাসমনি চরিত্র ঘুরিয়ে দিয়েছে অভিনেত্রীর ভাগ্যের চাকা। (Ditipriya Roy) তবে এই চরিত্রের জন্য কম কিছু করেননি অভিনেত্রীও। মাত্র ১৫ বছর বয়সে আটপৌড়ে শাড়ি, গা ভর্তি গয়না, এক মাথা সিঁদুর নিয়ে দিনের পর দিন ক্যামেরার সামনে এসেছেন তিনি।

Ditipriya Roy

এখানেই শেষ নয়। দর্শকদের জন্য বৃদ্ধ রানিমার চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে এবার সেই ইমেজ থেকে নিজেকে এক্কেবারে বার করে আনতে মরিয়া তিনি। অভিনেতারা নতুন নতুন চরিত্রের জন্য নিজেদের ভাঙবেন-গড়বেন এটাই স্বাভাবিক। আপাতত কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সঙ্গে সেরে ফেলেছেন ছবির শ্যুটিংও।

<

p style=”text-align: justify;”> 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন