Disha-Mouni: প্রিয় বন্ধুর হাত ধরে থাইল্যান্ডে পাড়ি দিয়েছেন দিশা পাটানি। বিকিনি পরে উদ্দাম করছেন ফটোশুট। পোস্ট করছেন একাধিক ছবি। ক্যাপশনে লিখছেন, এক এক নিত্য নতুন আদুরে লাইন। এরই মাঝে এক অবাক কাণ্ড ঘটিয়ে বসলেন দিশা। সি বিচে লাল বিকিনি পরে বসে যা করলেন মৌনি রায়ের সঙ্গে। সবটা দেখে ঘাম ছুটছে অনেকেরই।
ইন্সটাগ্রামে শেয়ার করা দিশা-মৌনির সেইসব ছবি নিয়েই চলছে যত জলঘোলা। দেখা যাচ্ছে, অস্বমিত সূর্যের আভায় রেড হট দিশা প্রিয় বন্ধু মৌনির গালে গাল ঠেকিয়ে ক্লিক করেছেন ফটো। মেরুন পোশাকে এদিন দিশার মতোই খুব সুন্দর লাগছিলেন মৌনি। দুই বেষ্টির উন্মুক্ত লালিত্য সূর্য্যের আভায় আরও ফেটে বেরিয়ে আসছিল যেন। আর তা দেখেই দিশা-মৌনির (Disha-Mouni) আকুল ভক্তকুলও মন হারিয়েছেন।
View this post on Instagram
আবার সাদা পোশাকের এদিন টুইনিং করছিলেন দুজনে। সাদা শর্টড্রেসে সমুদ্রের তীরে যেন দুই জলপরী। ঠিক তখন সূর্য অস্ত যাবে যাবে করছে। সেই ফাঁকেই নজরে এলেন দুজনে। দুই বন্ধুর ভ্যাকেশনের প্রতিটা ছবি এইমুহূর্তে সমাজ মাধ্যমের পাতায় ভীষণ ভাইরাল হয়েছে। বন্ধুত্বের মেলবন্ধন দেখে কেউ লিখেছেন, যুগ যুগ জিও। তো কেউ আবার দুই বন্ধুর (Disha-Mouni) সৌন্দর্যের প্রশংসা করে বলেছেন, সৌন্দর্যেরও একটা সীমা রয়েছে। প্রতিটি পোস্ট এই মুহূর্তে 5 লক্ষের বেশি লাইক ছাড়িয়ে গিয়েছে।
View this post on Instagram