সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিতের আকাঙ্খিত ছবি ‘দশম অবতার’। শত কাজ থেকে নিজেকে একটু অবসর দিতে তিনি বেরিয়ে পড়লেন দূরদেশে। তবে একা নয়, স্ত্রী মিথিলা হয়েছেন তার সফরসঙ্গী। বাদ যাননি আদরের মেয়ে আইরাও।
আকাশে রোদের লুকোচুরি। সামনে বিস্তীর্ণ জলরাশি। প্রকৃতির পানে মায়াভরা দুটি হাত। আদরের মেয়ে আইরাকে নিয়ে দাঁড়িয়ে আছেন পরিচালক সৃজিত মুখার্জি।
ছবিটি তুলেছেন রফিয়াত রশিদ মিথিলা। পূজার ছুটি কাটাতে তারা পারিবারিক ভ্রমণে বেরিয়েছেন। পাড়ি জমিয়েছেন আমেরিকায়।
আমেরিকার নানা প্রান্তে ঘুরছেন তারা। মেয়েকে নিয়ে নির্মাতা বললেন, “আমাদের ভ্রমণ যে জায়গাটি থেকে শুরু হয়েছে, সেখানে আর কোথাও যাওয়ার পথ ছিল না।”
উল্লেখ্য, তাহসান-মিথিলার মেয়ে আইরা। ‘বাবা’ সৃজিতও আইরার খুব প্রিয়। মেয়ের সব আবদার আদরেই পুরন করেন তিনি। রাতে গল্পের সঙ্গী হন বাবা সৃজিত। শত ব্যস্ততার মাঝেও মেয়ে আইরার ইচ্ছাটাই যেন সবার আগে।