ভাইরাল ভিডিওতে প্রকাশ্যে হাতাহাতিতে জড়ালেন রাজ্ চক্রবর্তী-অঙ্কুশ হাজরা, জানুন কারণ

বুধবার সাউথ সিটি মলে অনুষ্ঠিত হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) জুটির ৫০ তম ছবি ‘অযোগ্য’ (Ajogya) এর স্পেশাল স্ক্রীনিং (Special Screening) ।…

Raj & Ankush

বুধবার সাউথ সিটি মলে অনুষ্ঠিত হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) জুটির ৫০ তম ছবি ‘অযোগ্য’ (Ajogya) এর স্পেশাল স্ক্রীনিং (Special Screening) । সেখানেই হাজির ছিলেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির বহু তারকারা, দেব (Dev), জিৎ (Jeet), থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), বাবুল সুপ্রিয় (Babul Supiyo), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), অপরাজিতা আঢ্য (Aparajita Auddy), প্রমুখ । ওই দিন স্ক্রিনিংয়ে এসেছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অঙ্কুশ হাজরাও (Ankush Hazra)। তবে প্রকাশ্যে হাতাহাতিতে জড়ালেন দুজনে।

সম্প্রতি, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘অযোগ্য’ (Ajogya) এর স্পেশাল স্ক্রীনিং (Special Screening) এর একটি ভিডিও। সেখানে দেখা যায় স্পেশাল স্ক্রিনিংয়ে এসেই তর্কাতর্কি শুরু করেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেতা-প্রযোজক অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। এরপরেই শুরু হয় হাতাহাতি। পরে কখনও রাজের গলা টেপেন আবার কখনও কলার ধরে টানতেও দেখা যায় অঙ্কুশকে।

   

এরপরেই দুজনে দুজনকে হাত ধরে নাচতে শুরু করেন তারা। স্পষ্ট হয়ে যায় তাদের খুনসুটি। তাদের ছেলেমানুষি দেখে হেসে ফেলেন রাজের স্ত্রী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। অঙ্কুশকে থামাতে এগিয়ে আসেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। এরপর সবাই এগিয়ে যান ‘অযোগ্য’ দেখতে। রাজ এবং অঙ্কুশের বন্ধুত্বের সম্পর্ক সকলেরই জানা। রাজ এর পরিচালনায় ‘কানামাছি’ (Kanamachi), ‘বলো দুগ্গা মাইকী’ (Bolo Dugga Maiki) এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন অঙ্কুশ। তাই তাদের ব্যক্তিগত খুনসুটি উপভোগ করতে দেখা যায় উপস্থিত গণমাধ্যমকেও ।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ সিনেমার টিজার এবং গান। এই চলচ্চিত্রে কাজ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং শৌরসেনী মৈত্র। অগাস্ট মাসে মুক্তির কথা রয়েছে ছবিটির। দূর্গা পুজোয় মুক্তির কথা রয়েছে রাজ পরিচালিত অন্য একটি ছবি। ওই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অহনা দত্ত এবং ঋত্বিক চক্রবর্তী। অন্যদিকে অঙ্কুশ হাজরা প্রযোজিত ও অভিনীত ‘মির্জা’ মুক্তি পায় এপ্রিল মাসে। এই চলচ্চিত্র দিয়ে অ্যাকশন ঘরানায় প্রত্যাবর্তন করেন তিনি। ৫০ দিনের ওপর প্রেক্ষাগৃহে চলেছে ছবিটি। তার পরবর্তী ছবির কাজ শুরু করতে চলেছেন অভিনেতা।