দুই বাংলা মিলেমিশে একাকার। কখনও এপার বাংলার অভিনেতরা ওপার বাংলায়। আবার কখনও ওপার বাংলার অভিনেতারা এপার বাংলায় অভিনয় করে মন জয় করে চলেছে সকলের। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক টলিউড অভিনেতার নাম। শোনা যাচ্ছে বাংলাদেশের পরিচালক রায়হান রাফীর পরবর্তী ছবিতে দেখা যাবে টলিউড সুপারস্টার জিতকে (Jeet) । ছবির নাম লায়ন(lion)। দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি । আগামী বছর ইদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।
ছবি প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে পরিচালক রায়হান রাফী (Raihan Rafi)জানিয়েছেন , ‘এই ছবিতে শুরু করতে পেরে আমি উচ্ছ্বসিত। জিৎ দা সুপারস্টার। অনেক দিন ধরেই আমাদের মিটিং হচ্ছিল। খুব আকর্ষণীয় কিছু হতে চলেছে। জিৎ দা এমন কিছু আগে করেনি। আর আমিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আর সেই জন্যই হয়তো সুড়ঙ্গ, তুফান, পরাণের মতো ছবিগুলো ব্লকবাস্টার হয়েছে। আমি বাংলা ছবিকে নতুন মাত্রা দিতে চাই।’
প্রসঙ্গত, চলতি বছর ঈদে দুই বাংলার যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছিল তুফান। এই ছবিরও পরিচলনার দায়িত্বে ছিলেন পরিচালক রায়হান রাফী। দুই বাংলার যৌথ প্রযোজনায় ছবি তুফান সারা বিশ্বের বক্স-অফিসে ঝড় তুলেছিল। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ওপার বাংলার শাকিব খান এবং এপার বাংলার মিমি চক্রবর্তী। এছাড়াও ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল ওপার বাংলার নাবিলা এবং চঞ্চল চৌধুরিকে।
ফলে বোঝায় যাচ্ছে পরিচালক রায়হান রাফী আগামী বছর ঈদে টলিউড সুপারস্টার জিতকে (Jeet) নিয়ে বড় চমক নিয়ে আসবে। জিতের (Jeet) বীপরিতে লায়ন ছবিতে কোন অভিনেত্রীর দেখা মিলবে তা এখনও জানা যায়নি। তবে ইন্ডাস্ট্রি অন্দরে কানাঘুষ শোনা যাচ্ছে ছবিতে গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে ওপার বাংলার চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে। চরিত্র অনুসারে চঞ্চল চৌধুরীর পাল্লা ভারী বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, টলিউড সুপারস্টার জিতকে (Jeet) শেষ দেখা গিয়েছিল বুমেরাং ছবিতে। ছবিতে জিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন রুক্মিনী মৈত্র। ছবিটি বক্স-অফসে ভালো সাফল্য পেয়েছিল।