Dhoom 4-এ রামচরণের সঙ্গে শাহরুখ খান!

Dhoom 4: ‘ধুম 4’-এ কাজ করতে চলেছেন শাহরুখ খান? লড়বেন দক্ষিণী সুপারস্টার রামচরণের সঙ্গে। আসলে ধুম 4-এর জন্য শাহরুখ খানের নাম অনেকদিন ধরেই উঠে আসছে।…

Dhoom 4

Dhoom 4: ‘ধুম 4’-এ কাজ করতে চলেছেন শাহরুখ খান? লড়বেন দক্ষিণী সুপারস্টার রামচরণের সঙ্গে। আসলে ধুম 4-এর জন্য শাহরুখ খানের নাম অনেকদিন ধরেই উঠে আসছে। ধুম ফ্র্যাঞ্চাইজিতে সুপার থিপের চরিত্র করতে যা যা গুণ দরকার সবই রয়েছে কিং খানের মধ্যে। তাঁর সেই চটকদার ব্যক্তিত্ব এবং রূপ, তাঁর অভিনয় দক্ষতাকে যেন আরও আকর্ষণীয় করে তোলে। তাই বলাই বাহুল্য যে আসন্ন ধুম ছবির জন্য শাহরুখ খানই পারফেক্ট ফিট।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরা হওয়া শাহরুখ খান এবং অভিষেক বচ্চনের একটি ভিডিও দেখেই ধুম 4 নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ভিডিওটিতে অভিষেক বচ্চনের সঙ্গে ধুম মাচালে গানে নাচতে দেখা যায় শাহরুখকে। এরপর অভিষেকই উল্লেখ করেন ‘Dhoom 4’। এর ভিত্তিতেই অনুমান করা হচ্ছে যে শাহরুখ খান ধুম ৪-এ কাজ করতে চলেছেন। শোনা যাচ্ছে, শাহরুখ খানকে এই ছবির জন্য ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধার্থ আনন্দও এটি পরিচালনা করতে রাজি।
বলিউড সূত্রে খবর, দীপিকা ও শাহরুখকেই জুটি হিসেবে আনবেন আদিত্য চোপড়া। যদিও এই বিষয়ে এখনও কোনো অফিশিয়াল বিবৃতি আসেনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সর্বশেষ প্রতিবেদন অনুসারে, কিং খানের ডাঙ্কি ছবিটি বুধবার পর্যন্ত প্রায় ১৪৯ কোটি আয় করেছে। ফিল্মটি প্রথম দিনে ১৯.২ কোটি আয় করেছিল, তারপরে দ্বিতীয় দিনে ২০.১২ কোটি ও তৃতীয় দিনে ২২৫.৬১ কোটি, চতুর্থ দিনে ২৩০.৭ কোটি পঞ্চম দিনে ১৮.৩৮ কোটি আয় করেছিল। অর্থাৎ সবমিলিয়ে সুপারহিট সালারের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে চলেছে ডাঙ্কি।