হাসপাতালে ধর্মেন্দ্র, কেমন আছেন ‘হি-ম্যান’? আপডেট দিলেন হেমা

Dharmendra Health Update

মুম্বই: বলিউডের স্বপ্নপুরুষ ধর্মেন্দ্র হাসপাতালে! হ্যাঁ, খবরটা ছড়াতেই ভক্তদের বুক ধকধক শুরু। ৮৯ বছর বয়সে প্রিয় অভিনেতা মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি চিন্তা তো হবেই! তবে সোমবার সকালে ড্রিম গার্ল নিজে যখন হাসিমুখে জানালেন, “সব ঠিক আছে,” তখন যেন এক মুহূর্তে শান্তি ফিরে এল বি-টাউনে।

Advertisements

এয়ারপোর্টে হাসিমুখে হেমা

রঙিন ফুলেল সালোয়ার কামিজে ঝলমলে হেমা মালিনীকে সোমবার দেখা গেল মুম্বই এয়ারপোর্টে। পাপারাজ্জিরা জড়ো, ফ্ল্যাশ ঝলকাচ্ছে, আর প্রশ্ন—“ধর্মেন্দ্রজি কেমন আছেন?” হালকা মাথা নাড়িয়ে, দু’হাত জোড় করে হাসিমুখে হেমার উত্তর, “তিনি একদম ভালো আছেন।” কোনও মেকআপড ড্রামা নয়—একজন স্ত্রীর চোখের শান্তি আর ভালোবাসাই যেন ফুটে উঠল সেই মুহূর্তে।

   

রুটিন চেকআপ, টেনশনের কিছু নেই Dharmendra Health Update

সূত্র বলছে, ধর্মেন্দ্র নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে। ভয় পাওয়ার কিছুই নেই। ঘনিষ্ঠ এক সূত্রের কথায়, “ধর্মেন্দ্রজি একদম ফিট। তাঁর বয়স বিবেচনায় রুটিন মেডিক্যাল চেকআপ করানোই ঠিক মনে করেছেন। তাই কয়েক দিন হাসপাতালে থাকছেন।”
সানি আর ববি দেওল—দু’জনেই শুটিংয়ে ব্যস্ত, তবে বাবার স্বাস্থ্য আপডেট প্রতি ঘণ্টায় তাঁদের কাছে পৌঁছচ্ছে।

Advertisements

নব্বইয়ের দোরগোড়ায়ও ‘হি-ম্যান’-এর এনার্জি অপরাজেয়

ধর্মেন্দ্র ৮ ডিসেম্বর ৯০-এ পা দেবেন। অথচ এনার্জিতে এখনো নবীনদের হার মানান! সামনে আসছে তাঁর নতুন ছবি ইক্কিস—যেখানে মুখ্য ভূমিকায় অভিষেক বচ্চনের ছেলে আগস্ত্য নন্দা। শ্রীরাম রাঘবনের পরিচালনায় যুদ্ধভিত্তিক এই বায়োপিক মুক্তি পেতে চলেছে ডিসেম্বরে। জয়দীপ আহলাওয়াত, সিকন্দর খেরের মতো তারকারাও আছেন সঙ্গে।

বলিউডে এখন একটাই কথা “ধর্মেন্দ্রজি রক অন!”

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছায় ভরছে টাইমলাইন। এক অনুরাগীর পোস্ট, “ধর্মেন্দ্রজি সুস্থ থাকুন, আমাদের হিরো চিরজীবী হোন।” আর হেমা মালিনীর সেই প্রশান্ত হাসি যেন বলে দিচ্ছে—হ্যাঁ, সব ঠিক আছে, ‘বস’ এখনো আগের মতোই দৃঢ়, মাধুর্যভরা এবং অবিনশ্বর।