করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে বছর দুয়েক ধরে একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছিল বিনোদন জগৎ। যদিও পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। (Debjani Bhattacharya) তাই আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে তিলোত্তমা সুন্দরীও।
ছাত্র-ছাত্রীদের স্কুল ইতিমধ্যেই খুলে গিয়েছে,তাই তারা অনলাইন ক্লাসের বদলে এখন অফলাইন ক্লাস করতেই ব্যস্ত রয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়,খুলে গিয়েছে সমস্ত পারফমিং আর্টসের ইনস্টিটিউট ও।
‘এখনও রাস্তার পাশে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খাই’
দিন কয়েক আগেই ঢুঁ মেরে দেখা গেল নিত্যশিল্পী দেবযানী ভট্টাচার্যর নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে।সেখানে কচি কাঁচাদের সঙ্গে স্বাভাবিক ছন্দে মেতে উঠেছিলেন দেবযানী। ( Debjani Bhattacharya ) দেবযানীর মতে, অনলাইন ক্লাস যতই সুবিধাজনক হোক না কেন,এই যে শিশুদের সঙ্গে সামনাসামনি হাসিঠাট্টার ছলে নৃত্য প্রশিক্ষণ দেওয়া,সেটার মজাই আলাদা।তবে শুধু শিশুরাই নয়,জানুয়ারি থেকে অফলাইন ক্লাসে যোগ দিচ্ছেন বড়রাও।
হটলুকে অনুরাগীদের কালঘাম ছোটালেন দ্বিতিপ্রিয়া রায়
<
p style=”text-align: justify;”>আগামী এপ্রিল মাসেই দেবযানীর উদ্যোগে হতে চলেছে একটি অনুষ্ঠান। ( Debjani Bhattacharya ) তাই এখন থেকেই নাচের তালিম নিতে ব্যস্ত সকলে।দেবযানীর ইনস্টিটিউটে ক্লাসিক্যাল,ক্রিয়েটিভ, বলিউড নাচ সবই শেখানো হয়। শুধু নাচই নয়,রয়েছে গান ও যোগা ক্লাসের ব্যবস্থা ও।লকডাউনে অনেকেই মানুষিক ভাবে ভেঙে পড়েছেন।তাদের জন্য যোগা ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ।এছাড়া ও রয়েছে বিভিন্ন রকমের ব্যথার থেরাপি ওবেসিটি কমানোর ব্যবস্থা।যা আধুনিক জীবনযাপনে খুবই গুরুত্বপূর্ণ।