Devlina kumar : ‘মাতৃত্ব’ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন দেবলীনা কুমার

Devlina kumar

কয়েক দিন আগেই প্রথম বিবাহবার্ষিকী পালিত হয়েছে গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারের (Devlina kumar)। গৌরবের এটি দ্বিতীয় বিয়ে হওয়ার কারণেই তিনি সহজে সিদ্ধান্ত নিতে পারছিলেন না । কিন্তু তাঁকে আশ্বস্ত করেছিলেন দেবলীনা । গত ডিসেম্বর মাসে ভরসার গাঁটছড়ার এক বছর পার হয়ে গেল। যদিও সাতপাক ঘুরতে না ঘুরতেই অবশ্য মেয়েদের জিজ্ঞাসা করা শুরু হয়, মা কবে হবেন! দেবলীনার তার ব্যতিক্রম নন। এবার সেই প্রশ্নের উত্তরে মুখ খুললেন দেবলীনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দশ সেকেন্ডের ভিডিও শেয়ার করেছেন দেবলীনা । আর তাতেই স্পষ্ট তার মাতৃত্বের বার্তাটি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যাজুয়াল পোশাক পরে পার্কের মধ্যে একটি ঢেঁকির উপর বসে রয়েছেন দেবলীনা। ভাইরাল রিলে লিপ সিঙ্ক করছেন তিনি। তাঁকে বলতে শোনা যাচ্ছে, “সবাই তাঁকে জিজ্ঞাসা করছেন তিনি কবে মা হবেন! কবে বাচ্চা নেবেন!” এরপর নিজেকেই বাচ্চা বলে হাসতে হাসতে পা ছোঁড়েন দেবলীনা।ইন্সটাগ্রাম রিলটি শেয়ার করে ক্যাপশন দিয়ে দেবলীনা লিখেছেন, এটাই তিনি।

   

বরাবরের স্পষ্টবক্তা দেবলীনার ইঙ্গিতবাহী রিল ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। তিনি জানিয়েছেন, তিনি মা হবেন নিজের সিদ্ধান্তেই । ব্যক্তিগত বিষয়ে দেবলীনা অন্য কারো হস্তক্ষেপ চান না ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন