Devlina Kumar: গৌরবের পাশাপাশি এবার মেগার নায়িকা উত্তমকুমারের নাতবৌ

ছোট পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমার (Devlina Kumar )। পৌরাণিক ধারাবাহিক ‘জয় জগন্নাথ’ ধারাবাহিক দিয়ে মেগা সিরিয়ালের দুনিয়ায় পা রাখতে চলেছেন…

Devlina Kumar

ছোট পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমার (Devlina Kumar )। পৌরাণিক ধারাবাহিক ‘জয় জগন্নাথ’ ধারাবাহিক দিয়ে মেগা সিরিয়ালের দুনিয়ায় পা রাখতে চলেছেন উত্তম কুমারের নাতবৌ। গত নভেম্বর মাস থেকে সুরিন্দর ফিল্মসের ব্যানারে, কালার্স বাংলায় শুরু হয়েছে ভক্তি ও প্রেমের গাথা ‘জয় জগন্নাথ’। এই ভক্তিমূলক ধারাবাহিকে সম্প্রতি যোগ হয়েছে নতুন চরিত্র পদ্মাবতী। যেখানে দেখা যাবে দেবলীনাকে।

নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে ‘কৃষ্ণকলি’

নতুন মাধ্যমে কাজ, নিয়ে খুবই উৎসাহী ‘রঙ্গবতী’ অভিনেত্রী- দেবলীনা কুমার। তিনি “আমি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়ে সত্যিই উত্তেজিত। আমি বেশির ভাগই ফিল্ম করেছি এবং কখনোই সিরিয়ালে সুযোগ পায়নি। এই প্রোজেক্টটি আমি আমার এক বন্ধুর মাধ্যমে পেয়েছি আর আমি ভগবান জগন্নাথের ভক্ত। তাই, আমি রাজি হয়ে যাই”। সম্প্রতি ধারাবাহিকের জন্য দেবলীনার লুক টেস্ট হয়ে গিয়েছে। খুব শীঘ্রই শুরু হবে শ্যুটিং। একই সঙ্গে দেবলীনা ( Devlina Kumar ) আরও বলেন, দেবলীনা জানালেন, “এর আগে যতবারই সুযোগ এসেছে ছোট পর্দার, সময়ের ভাবে আমি হ্যাঁ বলতে পারিনি। আমার কলেজে পড়ানো থাকে বলে, একটানা কাজ করতে পারি না।’

স্কুল শেষ হওয়ার পরও বাড়িতেই আসতে চাইছিল না: শুভশ্রী

আগামী সপ্তাহে সোম থেকে রবি রোজ সন্ধে সাড়ে ৬টায় তিনি আসছেন কালার্স বাংলায়। ‘জয় জগন্নাথ’ ধারাবাহিকে তিনি ঈশ্বরের দেবদাসী ‘পদ্মাবতী’। মঙ্গলবার লুক সেট হয়েছে তাঁর। আপাতত দুটো লুকে দেখা যাবে তাঁকে। একটিতে খালি গায়ে আটপৌরে শাড়িতে দেখা যাবে তাঁকে। মন্দিরে নাচের সময় দেবলীনা কাঁচুলি, নিবি, গয়নায় সেজে উঠবেন। নতর্কী দেবদাসীর বেশে।

Advertisements

ইন্ডাস্ট্রিতে এতদিন অভিনেত্রীর থেকেও দক্ষ নৃত্য শিল্পী হিসেবেই বেশি নাম ডাক ছিল দেবলীনা কুমারের (Devlina Kumar)। গত ‘ডান্স বাংলা ডান্স’ এর সিজনে বিচারকের আসনেও দেখা মিলেছে তার। তবে এবাদেও অভিনেত্রীর আরেকটি পরিচয় রয়েছে। বাঙালিদের আবেগ যাকে ঘিরে সেই উত্তম কুমারের বাড়ির নাতবউ তিনি। উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জীর সাথে বিয়ে হয়েছে দেবলীনার।

মাত্র ৫ মাসে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়াল

সোশ্যাল মিডিয়াতে দিনে দিনে পপুলারিটি বেড়েছে দেবলীনার। অভিনেত্রীর অনুগামীর সংখ্যা আড়াই লক্ষ ছুঁই ছুঁই। আর নিজের শারীরিক ফিটনেস নিয়ে সর্বদাই সচেতন অভিনেত্রী দেবলীনা। মাঝে মধ্যেই নানান ছবির ও ভিডিওর সাথে নিজের শরীরচর্চা ও জিমের ছবি শেয়ার করে নেন।