বড়দিনে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ (Devi Chowdhurani) সিনেমার প্রি-টিজার প্রকাশিত হয়েছে। যা ইতিমধ্যেই দর্শকদের মনে উত্তেজনা সৃষ্টি করেছে। এই প্রি-টিজারে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) এক্সট্রা-অর্ডিনারি পারফরম্যান্স দেখে মুগ্ধ হচ্ছেন সকলেই। পাশাপাশি ছবির মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে টিজার শেয়ার করে লেখেন, “জয় ভৈরবী…ভবানী পাঠকের প্রণাম সবাইকে। বিস্মৃত ইতিহাসের পাতা থেকে, বাংলার মাটি থেকে উঠে আসা ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী এক অনন্যা বিজয়িনীর কাহিনী, ‘দেবী চৌধুরানী’ আসছে আগামী ১ মে, ২০২৫, আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে।”
জয় ভৈরবী…ভবানী পাঠকের প্রণাম সবাইকে 🙏🏹⚔️
বিস্মৃত ইতিহাসের পাতা থেকে, বাংলার মাটি থেকে উঠে আসা ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী এক অনন্যা বিজয়িনীর কাহিনী, “দেবী চৌধুরানী” আসছে আগামী ১লা মে, ২০২৫, আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে।
Presenting the official Pre-Teaser Of “Devi… pic.twitter.com/HbU4pkxnjq
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) December 25, 2024
‘দেবী চৌধুরানী’ (Devi Chowdhurani) ছবির প্রি-টিজারের শুরুতেই, ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এক ভিন্নরূপে হাজির হয়েছেন। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল ফেট্টি এবং চোখে দৃঢ় চাহুনি— পুরো মেজাজই মন জয়ে পরিণত হয়েছে। প্রসেনজিৎ-এর চরিত্রটি যেন পুরোপুরি ঐতিহাসিক গল্পের সঙ্গে মিশে গিয়েছে। তাঁর উপস্থিতি যেন ‘দেবী চৌধুরানী’ (Devi Chowdhurani) সিনেমার শক্তিশালী ভিত্তি।
Presenting the official poster of Devi Chowdhurani, a timeless saga of courage and revolution.#JaiBhairavi#DeviChowdhurani#banditqueenofbengal#aditedmotionpictures#lokartscollective@AditedMPictures @SubhrajitMitra @prosenjitbumba pic.twitter.com/sxHVfirKkK
— Srabanti (@srabantismile) December 4, 2024
অন্যদিকে প্রি-টিজারে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও (Srabanti Chatterjee) বেশ শক্তিশালী উপস্থিতি দেখিয়েছেন। শুরুতে তাকে দেখা যায় এক সাধারণ গৃহবধূ প্রফুল্ল হিসেবে। কিন্তু পরবর্তী অংশে তাকে গেরুয়া বসন পরে অস্ত্রশিক্ষা নিচ্ছেন ভবানী পাঠকের কাছ থেকে। এরপরই তিনি হয়ে উঠছেন বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাতসম্রাজ্ঞী ‘দেবী চৌধুরানী’। মাত্র ৫৫ সেকেন্ডের ভিডিওতে শ্রাবন্তী যেন চরিত্রের প্রাণ তুলে ধরেছেন। এমন একটি চরিত্রে অভিনয় করতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)কড়া প্রস্তুতি নিয়েছেন।
‘দেবী চৌধুরানী’(Devi Chowdhurani) সিনেমাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস থেকে অনুপ্রাণিত। এর আগে সুমিত্রা দেবী এবং সুচিত্রা সেনের মতো কিংবদন্তি অভিনেত্রীরা এই চরিত্রে অভিনয় করেছেন। এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায় সেই ভূমিকা রূপায়ণ করছেন। প্রসেনজিৎ-শ্রাবন্তি ছাড়াও সিনেমাতে গুরত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল প্রমুখ। ২০২৫ শে পয়লা মে মুক্তি পাবে‘দেবী চৌধুরানী’।