বাঘা যতীনের পর বিদ্যাসাগরের ওপর সিনেমা নির্মাণ দেবের ?

গতবছর দূর্গা পুজোর সময় মুক্তি পায় সাধনীত সংগ্রামী বাঘা যতীনের বায়োপিক। মুখ ভূমিকায় অভিনয় করেছিলেন দেব। বাঘা যতীন ছাড়াও ক্ষুদিরাম বসু, রাশ্বেহারী বসু প্রমুখ বিপ্লবীদের…

Dev

গতবছর দূর্গা পুজোর সময় মুক্তি পায় সাধনীত সংগ্রামী বাঘা যতীনের বায়োপিক। মুখ ভূমিকায় অভিনয় করেছিলেন দেব। বাঘা যতীন ছাড়াও ক্ষুদিরাম বসু, রাশ্বেহারী বসু প্রমুখ বিপ্লবীদের দেখা যায় ছবিতে। এবার দেব নিজেই জানালেন পরবর্তী ছবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঘিরে নির্মাণের চিনতে তাদের।

সম্প্রতি লোকসভা নির্বাচনের ফাঁকে এক সাক্ষাৎকারে দেবকে জিজ্ঞাসা করা হয় তার সংসদীয় এলাকা ঘাঁটালকে কেন্দ্র করে কোনও চলচ্চিত্র তিনি নির্মাণ করার কোনও পরিকল্পনা তিনি করছেন কিনা। উত্তর দেব জানান যে তার গত বছরের চলচ্চিত্র ‘বাঘা যতীন’ এ বিপ্লবী ক্ষুদিরাম বসুর কাহিনীও তুলে ধরা হয়, যিনি জন্মগ্রহণ করেছিলেন ঘাটাল সংসদীয় এলাকায়। এরপর তিনি জানান যে তার প্রযোজনা সংস্থার পরের ছবির বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন তিনি। আলোচ্য বিষয়গুলির মধ্যে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রয়েছেন।

   

তবে এই ছবিতে বিদ্যাসাগররের ভূমিকায় কে অভিনয় করবেন তা পরিষ্কার করেননি অভিনেতা-প্রযোজক। পরিচালকের নামের ইঙ্গিত ও দেননি তিনি। ‘বাঘা যতীন’ এর পরিচালক অরুন রায়ই এই ছবির দায়িত্বে থাকেন কিনা সেই উত্তরের খোঁজে সিনেপ্রেমীরা।

আপাতত নির্বাচনের প্রচারে ব্যাস্ত দেব। শনিবার ঘাটালে ভোট গ্রহণ। ওই সাক্ষাৎকারের শেষে তিনি জানান আপাতত প্রচারেই মনোযোগ দিচ্ছেন তিনি এবং তার সিনেমা দেখিয়ে নয়, মানুষের জন্য কাজ করেই মানুষের মন জয় করতে চান তিনি।